বাংলা হান্ট ডেস্কঃ স্কুল সার্ভিস কমিশনের (School Service Commission) নবম-দশম, একাদশ-দ্বাদশের নিয়োগ পরীক্ষা সম্পন্ন হয়েছে। খুব শীঘ্রই ফলপ্রকাশ। কমিশন সূত্রে খবর, সব ঠিক থাকলে নভেম্বরের ৭ তারিখের মধ্যেই এসএসসির শিক্ষক নিয়োগের পরীক্ষার ফলপ্রকাশ হয়ে যাবে। গোটা প্রক্রিয়া নিয়ে আপত্তি-অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে (Supreme Court) একাধিক মামলা দায়ের হয়েছিল। সেই সংক্রান্ত মামলাতেই সর্বোচ্চ আদালত সাফ জানিয়ে দিল, সবটা ফলপ্রকাশের পরেই শোনা হবে।
আপাতত কারও কথা শোনা হবে না, SSC-র সব মামলার শুনানি ২৪ নভেম্বর, জানাল সুপ্রিম কোর্ট | Supreme Court
গত ৭ এবং ১৪ সেপ্টেম্বর এসএসসি-র নবম-দশম এবং একাদশ-দ্বাদশের নিয়োগ পরীক্ষা সম্পন্ন হয়েছে। তবে গোটা প্রক্রিয়া নিয়ে নানা অভিযোগ ওঠে। নানা বিষয় নিয়ে আপত্তি তুলে আদালতের দ্বারস্থ হন মামলাকারীরা। বুধবার বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি এনভি অঞ্জরিয়ার বেঞ্চ সেই সব অভিযোগের প্রেক্ষিতে জানাল, আগে ফলপ্রকাশ হোক, তারপর আপত্তির কথা শোনা হবে।
দীর্ঘ ৯ বছর পর হয়েছে এসএসসি নিয়োগ পরীক্ষা নির্বিঘ্নেই মিটেছে (SSC Exam)। নভেম্বরের ৭ তারিখের মধ্যেই এসএসসির শিক্ষক নিয়োগের পরীক্ষার ফলপ্রকাশ। স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর, ফলপ্রকাশের পরেই জেলায় জেলায় ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এই আবহেই এদিন সুপ্রিম কোর্ট বলল, “SSC জানিয়েছে, নভেম্বরের প্রথম সপ্তাহে ফলপ্রকাশের সম্ভাবনা রয়েছে। ফলে ফলাফল বার হওয়ার পরে আপত্তি জানান। ফলাফল প্রকাশ করতে দিন।’’
এদিন সুপ্রিম কোর্ট আরও বলেন, ‘‘দাগি অযোগ্যরা এখনও আবেদন করছেন। আবেদন করে কোনও লাভ নেই। যা বলার, আমরা আগেই স্পষ্ট করে দিয়েছি। আমরা কাউকে যোগ্য বা অযোগ্য বলিনি। সিবিআই তদন্তে ওই তথ্য উঠে এসেছে। ফলে নিয়োগপ্রক্রিয়া সম্পর্কে কোনও বক্তব্য শোনা হবে না।’’ উল্লেখ্য, এসএসসির নয়া পরীক্ষায় যাতে একজনও দাগি অযোগ্য না বসতে পারে সে বিষয়ে আগেই সতর্ক করে দিয়েছিল সুপ্রিম কোর্ট।
উল্লেখ্য, নিয়োগে ব্যাপক দুর্নীতির জেরে চলতি বছরের ৩ এপ্রিল ওই বছরের এসএসসি-র গোটা প্যানেল বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। যার জেরে একধাক্কায় ২৫ হাজার ৭৫২ জন শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়। নতুন নিয়োগ প্রক্রিয়ার পাশাপাশি চাকরিহারারা চাইলে তাঁদের পুরনো চাকরিতে ফিরে যেতে পারেন। রাজ্য সরকারকে সেই ব্যবস্থা করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন: কবে SSC-র শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলপ্রকাশ? অপেক্ষার মাঝেই অবশেষে সামনে এল দিনক্ষণ
সেই রকম অনেকেরই অভিযোগ, সুপ্রিম কোর্টের নির্দেশ থাকলেও তাদের পুরনো চাকরিতে ফেরাচ্ছে না সরকার। নয়া নিয়োগ প্রক্রিয়া নিয়ে আপত্তির পাশাপাশি এই বিষয়েও মামলা হয়েছে। এই নিয়ে এদিন সুপ্রিম কোর্ট বলে, ‘‘আমাদের রায়ে তা বলা ছিল। তার পরেও সেই নির্দেশ না মানা হলে আদালত অবমাননার মামলা করুন।’’ আগামী ২৪ নভেম্বর এসএসসি-র সব আবেদনের একসঙ্গে শুনানি হবে বলে এদিন জানিয়েছে সুপ্রিম কোর্ট।













