বাংলা হান্ট ডেস্কঃ এসএসসি ২৬০০০ কাণ্ডে গতকালই বিরাট নির্দেশ দিয়েছে সুপ্রিম (Supreme Court) কোর্ট। বৃহস্পতিবার এসএসসি মামলার শুনানিতে শীর্ষ আদালতের কড়া প্রশ্নের মুখে পড়ে রাজ্য সরকার ও স্কুল সার্ভিস কমিশন (School Service Commission)। এসএসসি-কে আদালতের নির্দেশ, আগামী ৭ দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে।
সুপ্রিম বিড়ম্বনায় পড়তে হয় আইনজীবীকে | Supreme Court
আদালতের প্রশ্ন ছিল, “অযোগ্যদের পরীক্ষায় বসার সুযোগ করে দিতে হাইকোর্টে কেন গিয়েছিলেন?” কায়েমি স্বার্থ ছাড়া রাজ্য এ কাজ করতে পারে না বলেও মন্তব্য করেছিল শীর্ষ আদালতের বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশচন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চ। কমিশন ও রাজ্য সরকারকে কড়া হুঁশিয়ারি দিয়ে বিচারপতি সঞ্জয় কুমার বলেন, এক জন দাগি প্রার্থীও যদিও পরীক্ষায় অংশগ্রহণ করে তাহলে তার ফল ভুগতে হবে এসএসসি-কে।
রাজ্যের হয়ে মামলা লড়তে গিয়ে বিড়ম্বনায় পড়তে হয় আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। শুনানিতে কল্যাণ সওয়াল করেন, যোগ্যদের তালিকা সব স্কুলে পাঠিয়ে দেওয়া হয়েছে। বিচারপতি কুমারের প্রশ্ন করেন, ‘আদালতের নির্দেশ অনুযায়ী দাগিদের তালিকা কি প্রকাশ হয়েছে?’
আদালতে পাল্টা কল্যাণ বলেন, তালিকা প্রকাশ করা হয়েছে। বিচারপতি প্রশ্ন করেন, “কোন-ওয়েবসাইট বা কোন খবরের কাগজে সেই তালিকা প্রকাশ হয়েছে?” এরপর কথা পরিবর্তন করে কল্যাণ বলেন, “দাগিদের তালিকা প্রকাশ হয়নি।” এতেই বিরক্ত হন বিচারপতি। বিস্ময় প্রকাশ করে বিচারপতি বলেন, “এটা কী ধরনের সওয়াল? একবার এক কথা বলছেন আর একবার অন্য কথা।”
আরও পড়ুন: পদ্ম ঝড়ে শূন্য তৃণমূল! পূর্ব মেদিনীপুরে বড় জয় বিজেপির, শুভেন্দু বললেন, আজ চোরেদের…
যদিও নিজের সওয়ালের জন্য আদালতে দুঃখ প্রকাশ করে কল্যাণ। বলেন, আগামী সাত দিনের মধ্যে তালিকা প্রকাশ করা হবে। সূত্র মারফত জানা যাচ্ছে, আগামীকাল শনিবার সেই তালিকা প্রকাশ করতে পারে এসএসসি। কমিশন কি পদক্ষেপ নেয় সেদিকে নজর থাকবে সকলের।