অবশেষে অপেক্ষার অবসান, সাহারা ফান্ড ফেরত নিয়ে বড় সিদ্ধান্ত নিল শীর্ষ আদালত

Published on:

Published on:

Supreme Court orders Sahara fund refund to investors

বাংলা হান্ট ডেস্কঃ বছরের পর বছর ধরে আটকে থাকা সাহারা ফান্ডের টাকা ফেরত নিয়ে বড় নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট (Supreme Court)। শুক্রবার বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিল, “সাহারা ফান্ডে বিনিয়োগ হওয়া পাঁচ হাজার কোটি টাকা, যা বর্তমানে SEBI-র কাছে রয়েছে, তা এবার বিনিয়োগকারীদের ফিরিয়ে দিতে হবে।” দীর্ঘদিন ধরে টাকা ফেরতের দাবি তুললেও এতদিন কার্যকর হয়নি। এবার আদালতের রায় বিনিয়োগকারীদের কাছে আশার আলো হয়ে উঠল।

আগেও কেন্দ্র একটি বিশেষ পোর্টাল চালু করেছিল সাহারার টাকা ফেরত দেওয়ার

সাহারার টাকা ফেরত দেওয়ার উদ্যোগ এই প্রথম নয়। কয়েক বছর আগেও কেন্দ্র একটি বিশেষ পোর্টাল চালু করেছিল সাধারণ মানুষকে টাকা ফেরত দেওয়ার জন্য। তবে অভিযোগ ছিল, সেই ব্যবস্থায় খুব বেশি মানুষ স্বস্তি পাননি। ফলে বিনিয়োগকারীদের ক্ষোভ আরও বেড়ে গিয়েছিল। আদালতের নির্দেশে এবার ফের টাকা ফেরতের পথ খুলে গেল।

২৫ হাজার কোটি টাকা SEBI-এর কাছে জমা দিতে বলেছিল সুপ্রিম কোর্ট (Supreme Court)

উল্লেখ্য, এর আগে সুব্রত রায়ের সংস্থার বিরুদ্ধে অভিযোগের জেরে ২৫ হাজার কোটি টাকা SEBI-র কাছে জমা দিতে বলেছিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। সেই টাকারই একটি অংশ, ৫ হাজার কোটি টাকা এবার ফেরত যাবে সাধারণ বিনিয়োগকারীদের কাছে। যদিও সাহারা কর্ণধার সুব্রত রায় প্রয়াত হয়েছেন কয়েক বছর আগেই, কিন্তু সংস্থার ধন্দ এখনও কাটেনি।

এদিকে এই আর্থিক কেলেঙ্কারি নিয়ে তদন্তও চলছে সমানতালে। গত সপ্তাহেই ইডি নতুন চার্জশিট জমা দিয়েছে। তাতে সুব্রত রায়ের স্ত্রী, পুত্র-সহ একাধিক নাম রয়েছে। আদালত (Supreme Court) শুনানিতে স্পষ্ট জানিয়েছে, কীভাবে টাকা ফেরত দেওয়া হবে তার একটা স্পষ্ট রোডম্যাপ কেন্দ্রকে জানাতে হবে।

Supreme Court orders Sahara fund refund to investors

আরও পড়ুনঃ‌ পূর্ণদিবস কর্মবিরতিতে কড়া সুর, আইনজীবীদের কঠোর পরামর্শ দিল হাই কোর্ট

সাহারা মামলার জটিলতা এখনও শেষ হয়নি। তবে আদালতের (Supreme Court) এই নির্দেশ অনেক সাধারণ বিনিয়োগকারীর কাছে নিঃসন্দেহে বড় স্বস্তি। এবার নজর থাকবে কীভাবে দ্রুত এবং কার্যকরভাবে সেই টাকা ফেরত যায় সাধারণ মানুষের হাতে।