তালাক দিলে যৌতুকের যাবতীয় সম্পত্তিও দিতে বাধ্য স্বামী, মুসলিম মহিলার পক্ষে বিরাট নির্দেশ সুপ্রিম কোর্টের

Published on:

Published on:

Follow

বাংলাহান্ট ডেস্ক : স্বামী তালাক দিলে বিয়ের সমস্ত উপহার, যৌতুক ফেরত পাবেন স্ত্রী। মঙ্গলবার এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। নির্দেশে শীর্ষ আদালত জানিয়েছে, তালাকের অধিকার সুরক্ষা আইন, ১৯৮৬ এর আওতায় একজন তালাকপ্রাপ্ত মুসলিম মহিলা বিয়ের সময় বাবার তরফে স্বামীকে দেওয়া যাবতীয় সোনার গয়না, নগদ অর্থ এবং অন্যান্য জিনিসপত্র ফেরত পাবেন। তালাকের পর স্বামী সেসব ফিরিয়ে দিতে বাধ্য বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট।

তালাকের পর সম্পত্তি ফেরত দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)

এক মুসলিম মহিলার দায়ের করা মামলার শুনানিতে এই নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। মহিলার প্রাক্তন স্বামীকে শীর্ষ আদালতের নির্দেশ, ওই মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৭ লক্ষ ৬৭ হাজার ৯৮০ টাকা জমা দিতে হবে। এর মধ্যে রয়েছে যৌতুকের ৩০ ভরি সোনার গয়না, একটি ফ্রিজ, টিভি, স্টেবিলাইজার, বক্স খাট, শোকেস সহ ডাইনিংয়ের বিভিন্ন আসবাবপত্র।

Supreme Court orders to return property after talaak

কী রায় দিল আদালত: ছয় সপ্তাহের মধ্যে এই টাকা ফেরত দিয়ে কোর্টে একটি হলফনামা জমা দেওয়ারও নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সময়মতো টাকা জমা না দেওয়া হলে বার্ষিক ৯ শতাংশ হারে সুদ দিতে হবে প্রাক্তন স্বামীকে। সংশ্লিষ্ট মামলায় এর আগে কলকাতা হাইকোর্টের ২০২২ সালের রায় বাতিল করে বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি এন কোটিশ্বর সিংয়ের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, ১৯৮৬ সালের আইনের পরিধি এবং মূল উদ্দেশ্য হল বিবাহ বিচ্ছেদের পর একজন মুসলিম মহিলার মর্যাদা এবং আর্থিক সুরক্ষা নিশ্চিত করা। সংবিধানের ২১ অনুচ্ছেদের অধীনে একজন মহিলার অধিকারের সঙ্গে তা সামঞ্জস্যপূর্ণ।

আরও পড়ুন : SIR আতঙ্কে পরপর মৃত্যুর অভিযোগ, ক্ষতিগ্রস্তদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

বড় রায় শীর্ষ আদালতের: সুপ্রিম কোর্ট (Supreme Court) মঙ্গলবার রায়ে বলে, মহিলাদের স্বায়ত্তশাসন, সমতা, মর্যাদাকে এই আইনের গঠনে অগ্রাধিকার দিতে হবে। বিশেষ করে যেখানে ছোট শহর এবং গ্রামীণ এলাকায় পিতৃতান্ত্রিক বৈষম্য এখনও চলে আসছে। সুপ্রিম কোর্ট এদিনের রায়ে বলেছে, ১৯৮৬ সালের আইনের ৩ (১) ধারায় একজন মহিলাকে বিয়ের সময় প্রদত্ত যৌতুক বা অন্যান্য সম্পত্তির সঙ্গে সম্পর্কিত তালাকের পর স্বামীর কাছে ফেরত চাইতে পারে।

আরও পড়ুন : শীঘ্রই কমছে বিদ্যুৎ বিলের বোঝা, আমজনতাকে ‘রাহত’ দিতে বড় উদ্যোগ রাজ্য সরকারের

এ বিষয়ে সুপ্রিম কোর্টের বেঞ্চ বলে, ভারতের সংবিধানে সকলের জন্যই সমতা নির্ধারিত করে দেওয়া রয়েছে। তবে তা স্পষ্টতই এখনও অর্জিত হয়নি। তাদের ভূমিকা পালন করার জন্য আদালতকে সামাজিক ন্যায়বিচারের বিচারের উপর তাদের যুক্তি দিতে হবে।