বাংলা হান্ট ডেস্কঃ সিনেমা দেখতে যাওয়া এখন বহু মানুষের কাছে বিলাসিতা। টিকিটের দাম তো আছেই, তার উপরে খাবার-পানীয়ের আকাশছোঁয়া মূল্য! এই নিয়ে দর্শকদের ক্ষোভ দিনের পর দিন বাড়ছিল। এবার দর্শকদের সেই অসন্তোষের প্রতিধ্বনি শোনা গেল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে (Supreme Court)।
মাল্টিপ্লেক্স গুলির অতিরিক্ত দাম নিয়ে কি মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট (Supreme Court)?
বুধবার এক শুনানিতে সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতি বিক্রম নাথ ও সন্দীপ মেহতার বেঞ্চ তীব্র সমালোচনা করেন মাল্টিপ্লেক্স গুলির অতিরিক্ত দামের নীতি নিয়ে। আদালতের স্পষ্ট মন্তব্য করে বলে “এক বোতল জল ১০০ টাকা, কফি ৭০০ টাকা, এইভাবে দাম রাখলে মানুষ আসবে কীভাবে? শেষ পর্যন্ত হলে চেয়ার খালি হয়ে যাবে।”
কর্নাটক হাই কোর্টের রায় নিয়ে বিতর্ক
প্রসঙ্গত, বিতর্কের সূত্রপাত কর্নাটক হাই কোর্টের এক রায়কে ঘিরে। কর্নাটক সরকার সিনেমা হলে টিকিটের সর্বোচ্চ মূল্য ২০০ টাকা করার সিদ্ধান্ত নেয়। কিন্তু সেই সিদ্ধান্তে কিছু শর্ত আরোপ করে হাই কোর্ট স্থগিতাদেশ দেয়। সেই রায়কেই চ্যালেঞ্জ জানায় মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া।
মাল্টিপ্লেক্সের পক্ষে রোহতগির যুক্তি
মাল্টিপ্লেক্সের পক্ষে সিনিয়র অ্যাডভোকেট মুকুল রোহতগি আদালতে যুক্তি দেন যে, “তাজ হোটেলে কফি ১০০০ টাকায় পাওয়া যায়। সেখানে কি কেউ দাম নির্ধারণ করে?” তাঁর এই বক্তব্যে ক্ষুব্ধ আদালত পাল্টা মন্তব্য করে, “সিনেমা হল তো তাজ নয়। যেভাবেই হোক, দাম বেড়েই চলেছে। সিনেমা ইন্ডাস্ট্রি আগেই ধাক্কা খেয়েছে, আর দাম বাড়ালে তো দর্শক আসবেই না।”
“দামের সীমা থাকা উচিত”, মন্তব্যে সুপ্রিম কোর্টের
রোহতগি বলেন, “খালি থাকুক, মানুষ চাইলে সস্তার হলে যাক।” তার জবাবে বেঞ্চ স্পষ্ট জানায়, “আজ আর ‘সাধারণ’ সিনেমা হলগুলো রইল কোথায়? মাল্টিপ্লেক্সই এখন প্রধান। তাই দামের সীমা থাকা উচিত।”

আরও পড়ুনঃ ২০০২ থেকে ২০২৫ সাল পর্যন্ত রাজ্যে ভোটার বৃদ্ধি হয়েছে ৬৭.২৮ শতাংশ, জানাল কমিশন
রোহতগির আরও দাবি, কর্নাটক হাই কোর্টের আরোপিত শর্তগুলি বাস্তবে কার্যকর নয়। কারণ, নগদ টিকিট বিক্রির ক্ষেত্রে দর্শকের আইডি কার্ডের তথ্য রাখতে হবে, প্রতিটি টিকিটের অডিট রিপোর্ট নিয়মিত চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট দিয়ে যাচাই করাতে হবে, এসব ব্যবস্থা অত্যন্ত জটিল ও অবাস্তব বলেই মাল্টিপ্লেক্সগুলির দাবি। এর মধ্যে আবার সুপ্রিম কোর্টের (Supreme Court) মন্তব্যে চাপে পড়ল মাল্টিপ্লেক্স গুলি। এখন সুপ্রিম কোর্টের রায়ে মাল্টিপ্লেক্স গুলির দামে কোনও পরিবর্তন হয় কিনা, সেটাই দেখার।













