বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই BLO-রা বারবার অভিযোগ করছিলেন যে তাঁদের ওপর অত্যাধিক কাজের চাপ পড়ছে। এবার সেই অভিযোগই সরাসরি স্বীকার করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। আদালত বলেছে, BLO-দের সমস্যায় রাজ্য সরকারকে অবশ্যই এগিয়ে আসতে হবে।
দেশজুড়ে BLO-দের অভিযোগ এবার সুপ্রিম কোর্টের (Supreme Court) নজরে
দেশের মোট ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত এলাকায় এখন এসআইআর চলছে। সেখানে BLO-রা জানিয়েছেন,কাজের চাপ অস্বাভাবিকভাবে বেশি। প্রায় সব দায়িত্ব তাঁদের ওপর এসে পড়ে, বিশেষ করে ফর্ম ডিজিটাইজেশনের সময় রাতদিন কাজ করতে হচ্ছে। এমনকী কয়েকটি জায়গায় অভিযোগ উঠেছে, অতিরিক্ত চাপ সহ্য করতে না পেরে কিছু BLO আত্মহত্যাও করেছেন। পরিবারের পক্ষ থেকে ক্ষতিপূরণের দাবি তোলা হয়েছে।এই সব অভিযোগই এদিন সর্বোচ্চ আদালতের (Supreme Court) সামনে তুলে ধরা হয়।
প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে ছিল এই মামলার শুনানি হয়। এদিন আদালতের স্পষ্ট জানায়, BLO-দের উপর যে অতিরিক্ত চাপ রয়েছে, তা সত্যি। রাজ্য সরকার চাইলে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করে আরও কর্মী নিয়োগ করতে পারে। অতিরিক্ত কর্মী থাকলে BLO-দের কাজের সময় কমবে, চাপও কমবে।
আদালত (Supreme Court) আরও বলেছে যে, যদি কোনও BLO-র যুক্তিসঙ্গত কারণ থাকে এবং তিনি দায়িত্ব থেকে অব্যাহতি চান, তাহলে তিনি রাজ্য সরকারের কাছে আবেদন করতে পারবেন। রাজ্য সেই আবেদন দেখে সিদ্ধান্ত নেবে। সুপ্রিম কোর্ট জোর দিয়ে বলেছে কাউকে দায়িত্ব থেকে সরানোর আগে তার জায়গায় নতুন কর্মী রাখতে হবে। কারণ নির্বাচন কমিশনের কাজে লোকবল কমে গেলে আইনি সমস্যা হবে। তাই বিকল্প কেউ না থাকলে BLO-কে অব্যাহতি দেওয়া যাবে না।

আরও পড়ুনঃ বাংলায় SIR করতে হল কেন? আজ স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী মমতা
আত্মহত্যা ও ক্ষতিপূরণ বিষয়েও মন্তব্য আদালতের
শুনানিতে BLO-দের আত্মহত্যার অভিযোগও উঠে আসে। প্রধান বিচারপতির বেঞ্চ বলেছে, ক্ষতিপূরণের আবেদন পরে জমাও দেওয়া যেতে পারে। আদালত (Supreme Court) সেই বিষয়ও বিবেচনা করবে।












