‘এত জীবন নষ্ট করে দেওয়ার পর, এখন ‘দাগি’দের হয়েই সওয়াল? SSC মামলায় রাজ্যের উপর রেগে আগুন সুপ্রিম কোর্ট

Published on:

Published on:

supreme court(13)

বাংলা হান্ট ডেস্কঃ এসএসসি ইস্যুতে (SSC Scam) ফের আদালতের প্রশ্নের মুখে রাজ্য সরকার। আগেও অযোগ্যদের নিয়ে অবস্থান স্পষ্ট করেছিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। এবারেও শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিল কোনও ভাবেই পরীক্ষায় বসতে পারবেন না দাগি অযোগ্যরা। এসএসসির পরীক্ষায় বসতে চেয়ে তাঁদের করা আবেদন ফের খারিজ করে স্পষ্ট বার্তা দিল সুপ্রিম কোর্ট।

রাজ্যের ভূমিকায় ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট | Supreme Court

বৃহস্পতিবার বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি অলোক আরাধের বেঞ্চে এই সংক্রান্ত মামলা শুনানির জন্য উঠলে আদালত স্পষ্ট জানায়, একই ধরনের কোনও মামলা আর গ্রহণ করা হবে না। এদিন রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে রীতিমতো ভর্ৎসনা করেন বিচারপতি কুমার।

কি কারণে কলকাতা হাইকোর্টে ‘দাগি’ প্রার্থীদের হয়ে সওয়াল? প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি। বিচারপতির মন্তব্য, ‘OMR শিটে কারচুপি করে চাকরিপ্রার্থীদের জীবন নষ্ট করে দেওয়ার পর, এখন ‘দাগি’ প্রার্থীদের সুযোগ দেওয়া হচ্ছে কেন? এই ধরনের কাজ হচ্ছে তার পরও!”

বিচারপতির মন্তব্য, “যে রায় দেওয়া হয়েছিল, তাকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে গিয়েছে রাজ্য। সেখানে ‘দাগি’দের হয়ে সওয়াল করছেন এজি। বুঝতেই পারছেন ‘দাগি’রা কী ধরনের ব্লু আয়েড বয়!” মন্তব্য বিচারপতির।

বিচারপতি বলেন, “যাঁদের জন্য অ্যাডভোকেট জেনারেল হাইকোর্টে যাচ্ছেন, বলছেন, ‘দাগি’দের পরীক্ষায় বসতে দেওয়া হোক। কতটা সৌভাগ্যবান ‘দাগি’রা যে তাঁদের হয়ে খোদ রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বলছেন, সুপ্রিম কোর্ট এমন রায় দেয়নি যে ‘দাগি’রা পরীক্ষা বসতে পারবেন না।”

আরও পড়ুন: ২৫ বছরের ক্রিকেট কেরিয়ার! IPL-এও দেখিয়েছেন দাপট, অবসর নিলেন ভারতের তারকা স্পিনার অমিত মিশ্র

বিচারপতি কুমার স্পষ্ট বলেন, “বার বার বলেছি দাগিরা কোনও ভাবেই পরীক্ষায় বসতে পারবেন না। তার পরেও একই আবেদন নিয়ে এত মামলা কেন? যা বলার ছিল তা ইতিমধ্যেই আমরা রায়ে আমরা স্পষ্ট করে বলে দিয়েছি।” “এই অযোগ্যদের জন্য অনেকের জীবন নষ্ট হয়েছে।” বিরাট মন্তব্য করেন বিচারপতি।