বড়সড় স্বস্তিতে রাজ্য সরকার ও SSC, চাকরিহারা শিক্ষকদের নিয়ে বিরাট সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

Published on:

Published on:

ssc(11)
Follow

বাংলা হান্ট ডেস্কঃ এসএসসি (SSC) ইস্যুতে সুপ্রিম দুয়ারে আর্জি জানাতেই হল সুরাহা। ৩১ ডিসেম্বরের মধ্যে নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হচ্ছে না, আরও কিছুটা সময় চাওয়া হয়েছিল সুপ্রিম কোর্টে (Supreme Court)। সেই মতোই নবম-দশম ও একাদশ-দ্বাদশ শিক্ষক নিয়োগের সময়সীমা বাড়াল সর্বোচ্চ আদালত।

এসএসসি মামলায় বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের | SSC

জানিয়ে রাখি, ৩১ ডিসেম্বর বদলের ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়সীমা বাড়ানো হয়েছে সুপ্রিম কোর্ট তরফে। আবেদন ছিল, ৩১ অগাস্ট ২০২৬ অথবা নতুন নিয়োগ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত সম্ভাব্য যোগ্যদের চাকরি মেয়াদ বাড়ানো হোক। সেই আবেদনেই সাড়া দিল সুপ্রিম কোর্ট। ফলত আগামী বছরের ৩১ আগস্ট পর্যন্ত বেতন -সহ চাকরি করতে পারবেন নবম-দশম এবং একাদশ-দ্বাদশের শিক্ষকরা।

এদিন সুপ্রিম সিদ্ধান্তে বড়সড় স্বস্তিতে রাজ্য সরকার ও SSC. উল্লেখ্য, নিয়োগে দুর্নীতির কারণে এসএসসির (SSC) ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট (Supreme Court)। যার জেরে একধাক্কায় প্রায় ২৬০০০ জন চাকরি হারায়। ১৬-র প্যানেল বাতিল করে সুপ্রিম কোর্ট ৩১ ডিসেম্বরের ডেডলাইন বেঁধে দিয়েছিল।

আদালতের নির্দেশ ছিল চলতি বছরের মধ্যেই নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সেই মতো নিয়োগপ্রক্রিয়া শুরু হলেও ডেডলাইন মানা সম্ভব হচ্ছে না বলে সুপ্রিম কোর্টে জানিয়েছিল রাজ্য। আর তাতেই সাড়া মিলল।

উল্লেখ্য, গত ৩ এপ্রিল এসএসসি-র ২০১৬ সালের প্যানেল বাতিলের নির্দেশ দেয় শীর্ষ আদালত। নতুন নিয়োগ প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়ে আদালত বলেছিল ৩১ ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। একইসঙ্গে ‘যোগ্য’ চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের জন্য ৩১ ডিসেম্বর পর্যন্ত স্কুলে যাওয়ার রাস্তা খোলা রাখে সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন: DA মামলার রায় নিয়ে ‘খারাপ খবর’! সরকারি কর্মীদের জন্য কি আপডেট মিলছে?

সুপ্রিম নির্দেশ ছিল, ৩১ ডিসেম্বর পর্যন্ত তাঁরা বেতনও পাবেন। এবারে সেই সময়সীমা বাড়ল। ২০২৬ সালের ৩১ আগস্ট পর্যন্ত বেতন -সহ চাকরি করতে পারবেন নবম-দশম এবং একাদশ-দ্বাদশের শিক্ষকরা। জানাল সুপ্রিম কোর্ট।