ED-র এক্তিয়ারকে সুপ্রিমকোর্টে চ্যালেঞ্জ অভিষেকের, গৃহীত হল না মামলা

বাংলা হান্ট ডেস্কঃ সুপ্রিমকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ধাক্কা! এবং সেই নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। সূত্রের খবর, ইডির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেই মামলাটি খারিজ করে দেওয়ায় শেষে বাধ্য হয়েই ইডি দপ্তরে জিজ্ঞাসাবাদের জন্য পৌঁছাতে হয় অভিষেক ব্যানার্জিকে।

প্রসঙ্গত, এর পূর্বেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি সংস্থার জেরার মুখে পড়তে হয় এবং দীর্ঘক্ষন জিজ্ঞাসাবাদ করা হয় এই তৃণমূল নেতাকে। তারপর তারা সেই জেরা কলকাতা থেকে সরিয়ে দিল্লিতে নিয়ে যাওয়ার পরামর্শ দেয় এবং এর বিপক্ষে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি হাইকোর্টে মামলা দায়ের করেন। এরপর সেই মামলাটি দিল্লি হাইকোর্ট খারিজ করে দিলে দিল্লি যেতে বাধ্য হয় অভিষেক।

এরপরই তিনি এদিন সুপ্রিম কোর্টে ইডির বিরুদ্ধে করা মামলাটি দ্রুত শুনানির আর্জি জানান। কিন্তু আইনজীবী কপিল সিব্বল জানিয়েছেন, এই মামলাটি সুপ্রিম কোর্ট নিতে চায়নি এবং তা খারিজ করে দিয়েছে কারণ আদালত চায় নির্দিষ্ট পন্থায় কোনো মামলাকে এগিয়ে নিয়ে যেতে। তাই এত দ্রুত মামলার শুনানি করতে চায়নি সুপ্রিমকোর্ট। বর্তমানে পাওয়া খবর অনুযায়ী, অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেছেন দিল্লিতে।

অভিষেক বন্দ্যোপাধ্যায় এর পূর্বে দমদম বিমানবন্দর থেকে দিল্লি যাওয়ার পথে এই জিজ্ঞাসাবাদকে বিজেপির চক্রান্ত বলে দাবি করেন। তিনি বলেন যে, বিধানসভা নির্বাচনে বিজেপি তাদের হারের পর রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে চাইছে এবং সেই কারণেই তাকে এবং একাধিক তৃণমূল নেতাকে বারবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছে। এসবের মাধ্যমে তৃণমূল দলকে যে আটকে রাখা যাবে না এবং তারা যে কখনও কোনও মতেই মাথা নত করবে না, সে বিষয়ে জানিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Sayan Das

সম্পর্কিত খবর