চীনের আকাশে ভয়াবহ বিমান দুর্ঘটনা! শতাধিক যাত্রীর মৃত্যুর আশঙ্কা

বাংলা হান্ট ডেস্কঃ চীনের মাঝ আকাশ থেকে আসলো এক ভয়াবহ দুর্ঘটনার খবর। ভয়াবহ এই বিমান দুর্ঘটনাটি ঘটেছে ৭৩৭ বোয়িং বিমানের সাথে । জানা যাচ্ছে, মাঝ আকাশে একশো তেত্রিশ জন যাত্রী নিয়ে ভেঙে পড়েছে চিনের এই যাত্রীবাহী বিমান।

সোমবার দিন দুপুরের সময় করে দক্ষিণ চিনের অন্তর্ভুক্ত গুয়াংঝাউ প্রদেশের অত্যন্ত দুর্গম এক এলাকায় এই ভয়ানক দুর্ঘটনাটি ঘটে। বিমানটি ভেঙে পড়ার ঘটনা এতটাই মারাত্মক ছিলো তার আন্দাজ আপনারা লাগাতে পারেন একটি ঘটনায়। বিমানটি ভেঙে পড়ার মুহূর্তে তৎক্ষণাৎ নিক্ষেপ স্থান তথা পাহাড়ের জঙ্গলে আগুন লেগে যায়। এখনো পর্যন্ত এই দুর্ঘটনায় মৃত্যুর কোনো খবর পাওয়া যায়নি। তবে দুর্ঘটনায়র ভয়াবহতার কারণে মনে করা হচ্ছে, বিমানের আর কোনো যাত্রী সম্ভবত আর জীবিত নেই।

সূত্রের খবর, সোমবার কানমিং থেকে গুয়াংঝাউ পর্যন্ত আসার জন্য যাত্রীদের নিয়ে রওনা দেয় ৭৩৭ বোয়িং বিমানটি। সেই সময় গুয়াংঝি প্রদেশে হটাৎ একটি পাহাড়ের উপর ভেঙে পড়ে বিমানটি। প্লেনটির ভেঙে পড়ার কারণ এখনও জানা যায়নি। চিনে বর্তমানে লকডাউনের মাঝে এই ঘটনা আরো বিপদজনক এবং চীন সরকার এখনো কোনো প্রতিক্রিয়া দেয়নি। জানা যাচ্ছে, চীন সরকার দ্বারা উদ্ধারকার্য অতি দ্রুত গতিতে চলছে। তবে বিমানের ভিতরে যাত্রীরা কি অবস্থায় রয়েছে, সেদিকে তাকিয়ে গোটা বিশ্ব।

 

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর