বাংলা হান্ট ডেস্কঃ SSC নিয়োগ কেলেঙ্কারিতে চাকরি বাতিল হওয়া প্রার্থীদের নিয়ে জারি আইনি লড়াই। এর মধ্যেই শুক্রবার এক গুরুত্বপূর্ণ বার্তা দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। এদিন আদালত জানিয়ে দিল যে, অযোগ্য বলে ঘোষিত হলে আর কোনওভাবেই সেই চাকরি ফেরানো সম্ভব নয়।
একবার অযোগ্য ঘোষণা হলে আর কিছু করার নেই, জানাল সুপ্রিম কোর্ট (Supreme Court)
সম্প্রতি বিকাশ পাত্র নামে এক প্রার্থী চাকরির দাবিতে সুপ্রিম কোর্টে (Supreme Court) গিয়েছিলেন। কিন্তু বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি অলোক আরাধের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয় যে, একবার অযোগ্য বলে ঘোষণা হলে আদালতের আর কিছু করার নেই। এভাবেই খারিজ হয়ে যায় তাঁর আবেদন।
শুনানিতে বিচারপতিরা জানতে চান, অযোগ্য প্রার্থীদের টাকা ফেরতের প্রক্রিয়া শুরু হয়েছে কি না। SSC-র আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, সাম্প্রতিক পরীক্ষার পাশাপাশি সেই প্রক্রিয়াও এগোচ্ছে। তবে বেঞ্চ স্পষ্ট অসন্তোষ প্রকাশ করে প্রশ্ন তোলে যে, প্রকাশিত তালিকায় এত বিভ্রান্তি কেন? স্বচ্ছতা কোথায়?
প্রসঙ্গত, ২০১৬ সালের SSC নিয়োগকে কেন্দ্র করে বড়সড় দুর্নীতির অভিযোগ ওঠে। কলকাতা হাইকোর্টের নির্দেশে চলতি বছরের মে মাসে সুপ্রিম কোর্ট (Supreme Court) পুরো নিয়োগ প্যানেল বাতিল করে দেয়। তাতে প্রায় ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষক চাকরি হারান। যদিও পরে কিছু ক্ষেত্রে আংশিক সংশোধন আনা হয়, কিন্তু মূল নির্দেশ ছিল যোগ্য ও অযোগ্যদের তালিকা আলাদা করতে হবে। সেই নির্দেশ মেনেই SSC তালিকা প্রকাশ করে।
আরও পড়ুনঃ লক্ষ্মীপুজোর পরেই শুরু হবে SIR? ভোটার তালিকা যাচাইয়ের ডেডলাইন জানিয়ে নতুন ঘোষণা করল কমিশন
শীর্ষ আদালতের সর্বশেষ পর্যবেক্ষণ আরও একবার স্পষ্ট করে দিল যে, অযোগ্য প্রার্থীদের আর কোনও সুযোগ নেই। সুপ্রিম কোর্টের (Supreme Court) এই নির্দেশে চাকরি ফেরানোর রাস্তা সম্পূর্ণ বন্ধ হয়ে গেল ‘দাগি’ অযোগ্যদের জন্য।