‘আগের রায়ে…’! সমলিঙ্গ বিয়েতে মিলল আইনি স্বীকৃতি? কী জানাল সুপ্রিম কোর্ট

বাংলা হান্ট ডেস্কঃ ২০২৩ সালের ১৭ অক্টোবর। সুপ্রিম কোর্টের (Supreme Court) তরফ থেকে সমকামী সম্পর্ককে স্বীকৃতি দেওয়া হয়েছিল, তবে সমলিঙ্গ বিয়েতে (Same Gender Marriage) আইনি স্বীকৃতি দেওয়া হয়নি। শীর্ষ আদালতের এই রায় পুনরায় বিবেচনা করার জন্য একাধিক আবেদন জমা পড়েছিল। এবার তাতেই বড় রায় দিয়ে দিল সুপ্রিম কোর্ট।

সমলিঙ্গ বিবাহ নিয়ে কী বলল সুপ্রিম কোর্ট (Supreme Court)?

২০২৩ সালে শীর্ষ আদালতের তৎকালীন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের (DY Chandrachud) নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সাংবিধানিক বলেছিল, আদালত স্রেফ আইনের ব্যাখ্যা দিতে পারে। আইন তৈরি করতে পারে না। বিধানসভা কিংবা সংসদ সমলিঙ্গ বিবাহকে আইনি স্বীকৃতি দিতে পারে। এই রায় পুনর্বিবেচনা করার জন্য সর্বোচ্চ আদালতে একাধিক আবেদন জমা পড়েছিল। ২০২৪ সালের জুলাই থেকে শুনানি শুরু হয়। এবার তাতেই বড় মন্তব্য করল আদালত।

বিচারপতি বি আর গাভাই, বিচারপতি বিভি নাগরত্ন, বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি পিএস নরসিমহার বেঞ্চে সমলিঙ্গ বিবাহ সংক্রান্ত রায় পুনরায় বিবেচনা করার আর্জি জমা পড়েছিল। এবার সেই আবেদন খারিজ করে দিল শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের (Supreme Court) তরফ থেকে স্পষ্ট জানানো হল, ‘আমরা আগের রায়ে কোনও ভুল খুঁজে পাইনি’।

আরও পড়ুনঃ ‘দু’সপ্তাহের মধ্যে রিপোর্ট দিতে হবে’! রাজ্যকে ‘ডেডলাইন’ বেঁধে দিল কলকাতা হাইকোর্ট! কোন মামলায়?

শীর্ষ আদালতের বিচারপতিদের বেঞ্চ জানিয়েছে, ‘প্রাক্তন বিচারপতি রবীন্দ্র ভাট নিজের এবং প্রাক্তন বিচারপতি হিমা কোহলির দেওয়া রায় পুনরায় বিশ্লেষণ করেছি ও আমাদের মধ্যে একজনের (বিচারপতি নরসিমহা) মতামত নিয়েছি। আমরা আগের রায়ে কোনও ভুল খুঁজে পাইনি। দু’টি রায়ই আইন অনুসারে দেওয়া হয়েছিল। এতে হস্তক্ষেপের কোনও দরকার নেই। সেই কারণে রিভিউ পিটিশন খারিজ করে দেওয়া হল’।

Supreme Court

উল্লেখ্য, সুপ্রিম কোর্টের (Supreme Court) তরফ থেকে এর আগের রায়ে সমলিঙ্গ বিয়েতে স্বীকৃতি না দেওয়া হলেও আদালতের পর্যবেক্ষণ ছিল, সমকামিতা অস্বাভাবিকতার কিছু নয়। এটি একটি স্বাভাবিক বিষয়। সেই সঙ্গেই সমকামী যুগলদের হেনস্থা না করা এবং এলবিটিকিউ সম্প্রদায়ের অধিকার সুরক্ষিত করার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর