সুপ্রিম কোর্টের রায়ে OBC জট কাটতেই প্রকাশিত হল জয়েন্টের মেধাতালিকা, কে হল সেরা?

Published on:

Published on:

Supreme Court Relief on OBC Quota in Joint Entrance

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলপ্রকাশ নিয়ে দীর্ঘ অনিশ্চয়তার পর অবশেষে স্বস্তি মিলল। কলকাতা হাই কোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)।

হাইকোর্টের নির্দেশকে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)

উল্লেখ্য, রাজ্যের জয়েন্ট পরীক্ষা হয়েছিল চার মাস আগে। কিন্তু কলকাতা হাই কোর্ট ২০১০ সালের পর রাজ্যের সব OBC সার্টিফিকেট বাতিলের নির্দেশ দেওয়ায় ভর্তি প্রক্রিয়ায় জটিলতা তৈরি হয়। এই নিয়ে মামলা করা হলে মামলায় হাই কোর্টের বিচারপতি কৌশিক চন্দ্র স্পষ্ট জানিয়ে দেন, “জটিলতা না কাটলে জয়েন্টের কোনও ফলপ্রকাশ করা যাবে না”। এর ফলে কয়েক লক্ষ পড়ুয়া দুশ্চিন্তায় পড়ে যায়।

এই পরিস্থিতিতে বিষয়টি সুপ্রিম কোর্টে (Supreme Court) ওঠে। প্রধান বিচারপতি বিআর গাভাইয়ের বেঞ্চে শুনানিতে শুক্রবার এই মামলার অন্তর্বর্তীকালীন নির্দেশ দেওয়া হয়। সেখানে কলকাতা হাই কোর্টের সিঙ্গেল বেঞ্চের নির্দেশের উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করা হয়। আদালত জানায়, এখন জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশে আর কোনও বাধা থাকবে না।

হাই কোর্ট আগেই জানিয়ে দিয়েছিল, ২০১০ সালের আগে ৬৬টি ওবিসি সম্প্রদায়ের তালিকার ভিত্তিতেই নতুন মেধাতালিকা তৈরি করতে হবে। যাদের “২০১০ সালের পরে OBC সংশাপত্র হয়েছে, তারা কাউন্সেলিংয়ে সুযোগ পাবেন না”। এই রায় ঘিরেই তৈরি হয়েছিল বিভ্রান্তি। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ সেই জটিলতা কাটিয়ে ফলপ্রকাশের রাস্তা মসৃণ করল।

Supreme Court Relief on OBC Quota in Joint Entrance

আরও পড়ুনঃ “যা আজ মোদী উদ্বোধন করবেন, সবই মমতার ভাবনা”, বাংলায় মোদীর সফরের আগে বিস্ফোরক কুণাল

সুপ্রিম কোর্টের (Supreme Court) সবুজ সংকেত মেলায় আজ অর্থাৎ শুক্রবারই প্রকাশিত হল ২০২৫ সালের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল।

  • জয়েন্টের মেধা তালিকায় প্রথম স্থান পেয়েছে পার্ক সার্কাস ডন বস্কোর অনিরুদ্ধ চক্রবর্তী।
  • দ্বিতীয় স্থানে কল্যাণী সেন্ট্রাল মডেল স্কুলের সাম্যজ্যোতি বিশ্বাস।
  • তৃতীয় স্থানে রুবি পার্কের দিল্লি পাবলিক স্কুলের দিশান্ত বসু।
  • চতুর্থ স্থানে একই স্কুলের অরিত্র রায়।
  • পঞ্চম স্থানে দুর্গাপুরের পূর্ব ইন্টারন্যাশনাল স্কুলের তৃষাণজিৎ দোলই।
  • ষষ্ঠ স্থানে মেদিনীপুর কলেজিয়েট স্কুলের সাগ্নিক পাত্র।
  • সপ্তম স্থানে বর্ধমান মডেল স্কুলের সম্বিত মুখোপাধ্যায়।
  • অষ্টম স্থানে খড়গপুরের ডিএভি মডেল স্কুলের অর্চিষ্মান নন্দী।
  • নবম স্থানে রাজারহাটের দিল্লি পাবলিক স্কুলের প্রতীক ধানুকা।