বাংলা বলায় ‘বাংলাদেশি’ তকমা, কলকাতা হাইকোর্টকে নির্দেশ দিয়ে কেন্দ্রকে নোটিশ সুপ্রিম কোর্টের

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : ভিন রাজ্যে বাংলা বললেই বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলির বিরুদ্ধে বাংলা ভাষীদের হেনস্থা করার অভিযোগ উঠেছে। বাংলা ভাষায় কথা বলায় বাংলাদেশি সন্দেহে জোর করে ও দেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল সোনালি বিবিকে। এবার তাঁর এবং তাঁর পরিজনদের নাগরিকত্ব সুনিশ্চিত করতে কলকাতা হাইকোর্টকে এক্তিয়ার দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)।

কলকাতা হাইকোর্টকে নির্দেশ সুপ্রিম কোর্টের (Supreme Court)

সোনালি বিবির হেভিয়াস করপাস মামলা কলকাতা হাইকোর্টকে শুনে নিস্পত্তি করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এদিন পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক বোর্ডের তরফে করা মামলার শুনানি ছিল বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি পাঞ্চোলির বেঞ্চে। অনুপ্রবেশকারীদের বাইরে পাঠানোর বিষয়ে কী এসওপি রয়েছে তা জানতে কেন্দ্রকে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত (Supreme Court)।

Supreme Court said this on language controversy case

কী বললেন আইনজীবী: এদিনের রচিত মামলায় শুনানিতে পরিযায়ী শ্রমিকদের বোর্ডের তরফে আইনজীবী প্রশান্ত ভূষণ বলেন, অনুপ্রবেশকারী প্রমাণিত হওয়ার আগেই কীভাবে কর্তৃপক্ষ কোনও ব্যক্তিকে বাংলাদেশে পাঠিয়ে দিতে পারে। বাংলাদেশ সরকারের এতে সম্মতি আছে কিনা তা না জেনেই এমনটা কীভাবে করা হচ্ছে? প্রশ্ন তোলেন তিনি।

আরও পড়ুন : ব্লক সভাপতি পদের জন্য তিন লক্ষ? তৃণমূল বিধায়ক মুকুটমণির বিরুদ্ধে মারাত্মক অভিযোগ! ভাইরাল অডিয়ো ঘিরে শোরগোল

পালটা বলেন সলিসিটর জেনারেল: আইনজীবী (Supreme Court) প্রশান্ত ভূষণ আরও বলেন, ⁠যাঁরাই বাংলায় কথা বলছেন তাঁদের বাংলাদেশি সন্ধেহ করে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে। বিভিন্ন রাজ্যে হাজারের উপর ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে৷ ⁠পরিযায়ী শ্রমিকদের মধ‍্যে আতঙ্ক ছড়িয়েছে৷ ⁠পালটা সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, কিছু সংস্থাকে কিছু রাজ্যের তরফে ব্যাকআপ দেওয়া হচ্ছে। সিস্টেমেটিক ইনফিলট্রেশন হচ্ছে। এজেন্টরা অনুপ্রবেশকারীদের ঢুকতে সাহায্য করছে ও নথিও বানিয়ে দিচ্ছে। এটা দেশের স্বার্থের বিষয়।

আরও পড়ুন : দেশের শীর্ষ আদালতের সর্বোচ্চ পদে বাঙালি বিচারপতি! তালিকায় পরবর্তী সম্ভাব্য নাম আর কারা?

এরপরেই আদালতের পর্যবেক্ষণ, হেভিয়াস করপাস আটকে রাখতে পারে না হাইকোর্ট। ভাষার কারণে কোনও ব্যক্তিকে বাংলাদেশি হিসেবে চিহ্নিত করা হচ্ছে? সত্যিই এমন ঘটছে কিনা জানতে চেয়েছে আদালত। বিচারপতি জয়মাল্য বাগচী বলেন, এ বিষয়ের সঙ্গে দেশের স্বার্থ জড়িত তা তাঁরা অস্বীকার করছেন না। কিন্তু পঞ্জাব এবং বাংলা একটি ঐতিহ্য বহন করছে। ভাষার জন্য এমন কিছু সত্যিই ঘটছে কিনা তা জানতে চেয়েছে আদালত।