কোভিডে প্রাণ হারানো বেসরকারি চিকিৎসকদের পরিবার পাবে ৫০ লক্ষ, ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের

Published on:

Published on:

Supreme Court says Private Covid Doctors Families Eligible for 50 Lakh Insurance
Follow

বাংলা হান্ট ডেস্কঃ করোনা-পর্বে সামনে থেকে লড়াই করেছিলেন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। সেই লড়াইয়ে প্রাণ হারানো বেসরকারি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা সরকারি কর্মীদের মতোই ৫০ লক্ষ টাকার কেন্দ্রীয় বিমা পাওয়ার অধিকারী, তা স্পষ্ট করে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। শীর্ষ আদালতের এই রায়ে নতুন আশার আলো দেখছেন বহু অসহায় পরিবার

আদালত (Supreme Court) বলেছে, বিমার টাকা পেতে পরিবারের একটাই প্রমাণ দেখাতে হবে। সেটা হল সংশ্লিষ্ট চিকিৎসক বা স্বাস্থ্যকর্মী করোনা-পর্বে স্বাস্থ্য পরিষেবায় যুক্ত ছিলেন। সরকারি না বেসরকারি, এই ভেদাভেদ এখানে চলবে না বলে জানানো হয়েছে। বিচারপতি পি এস নরসিমহা ও বিচারপতি আর মহাদেবনের বেঞ্চ জানিয়েছে, করোনা মোকাবিলায় কেন্দ্র যে বিমা প্রকল্প চালু করেছিল, তার উদ্দেশ্য ছিল সামনের সারির যোদ্ধাদের পাশে দাঁড়ানো। সেই উদ্দেশ্য শুধু সরকারি পরিষেবার মধ্যে সীমাবদ্ধ হতে পারে না।

এই মামলার সূত্রপাত মহারাষ্ট্রের নবি মুম্বইয়ের চিকিৎসক ভাস্কর সুরগড়ের মৃত্যু ঘিরে। পরিবারের দাবি, ২০২০ সালে লকডাউনের সময় পুরসভা কোভিড বিধি মেনে তাঁর বেসরকারি ক্লিনিক খোলা রাখার নির্দেশ দেয়। নির্দেশ না মানলে আইনি পদক্ষেপের হুঁশিয়ারিও দেওয়া হয়। পরে তিনি কোভিডে আক্রান্ত হয়ে মারা যান। কিন্তু তিনি বেসরকারি চিকিৎসক, তাঁর ক্লিনিক কোভিড-নির্ধারিত কেন্দ্র নয় এবং তাঁর পরিষেবা আনুষ্ঠানিক ভাবে ‘রিকুইজিশন’ করা হয়নি, এই যুক্তিতে পুরসভা ও বিমা সংস্থা বিমার দাবি খারিজ করে দেয়। বম্বে হাইকোর্ট প্রথমে সেই সিদ্ধান্তই বহাল রাখে।

সুপ্রিম কোর্ট (Supreme Court) সেই রায় আংশিক বদলে জানিয়েছে, অতিমারীর মতো পরিস্থিতিতে প্রত্যেক চিকিৎসকের জন্য আলাদা করে নিয়োগপত্র বা রিকুইজিশনের আদেশ দেওয়া বাস্তবসম্মত নয়। ১৮৯৭ সালের এপিডেমিক ডিজিজেস অ্যাক্ট ও ২০২০ সালের কোভিড বিধি অনুযায়ী, প্রয়োজনে প্রশাসন যে কোনও ব্যক্তির পরিষেবা নিতে পারে। সেই আইনের মধ্যেই বেসরকারি চিকিৎসকরাও কার্যত কোভিড পরিষেবায় যুক্ত ছিলেন বলে মত আদালতের।

শুধু কিছু কাগজপত্র নেই, এই কারণে বিমার দাবি খারিজ করা ঠিক নয় বলেও মন্তব্য করেছে আদালত (Supreme Court)। বাস্তবে বহু বেসরকারি চিকিৎসক ও হাসপাতালকে বাধ্যতামূলক ভাবে কোভিড পরিষেবায় কাজ করতে হয়েছিল।

Supreme Court Show-Cause Notice in Nandigram Murder Case

আরও পড়ুনঃ জানুয়ারিতে নয়, WBSSC গ্রুপ সি-ডি পরীক্ষা নিয়ে নতুন ইঙ্গিত কমিশনের

রায়ে উল্লেখ করা হয়েছে, ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)-এর তথ্য অনুযায়ী, করোনার প্রথম ঢেউয়ে ৭৪৮ জন চিকিৎসক প্রাণ হারান। দ্বিতীয় ঢেউয়ে সংখ্যাটা প্রায় ৮০০ ছুঁইছুঁই। আদালতের (Supreme Court) মতে, এই আত্মত্যাগের স্বীকৃতি দিতেই এই বিমা প্রকল্প যেখানে সরকারি-বেসরকারি ভেদাভেদ থাকার কথা নয়। এই রায়ের ফলে কোভিডে মৃত বহু বেসরকারি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর পরিবার নতুন করে ন্যায় ও ভরসা পেল বলে মনে করছে চিকিৎসক মহল।