বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের শিক্ষক নিয়োগ ইস্যুতে ফের স্পষ্ট বার্তা দিল দেশের শীর্ষ আদালত (Supreme Court)। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, নতুন করে আর কোনও ছাড় মিলবে না। পূর্ব নির্ধারিত সূচি মেনেই হবে ২০১৬ সালের বাতিল প্যানেলের নিয়োগ পরীক্ষা। একই সঙ্গে রাজ্যকে কড়া নির্দেশ, অনেকের ভবিষ্যৎ আগে নষ্ট হয়েছে, আবারও যেন তা না হয় সেই নিয়ে।
বিশেষভাবে সক্ষম ও বয়স সংক্রান্ত সমস্যায় পড়া প্রার্থীদেরও মামলা খারিজ করল শীর্ষ আদালত (Supreme Court)
বৃহস্পতিবার বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি অলোক আরাধের ডিভিশন বেঞ্চে শুনানি হয় এসএসসি সংক্রান্ত বেশ কয়েকটি মামলার। মামলাকারীদের মধ্যে ছিলেন বিশেষভাবে সক্ষম কয়েকজন শিক্ষক ও বয়স সংক্রান্ত সমস্যায় পড়া কিছু প্রার্থী। তাঁরা পরীক্ষায় ছাড় চেয়ে আদালতে আবেদন করেন। তবে শীর্ষ আদালত (Supreme Court) সেই আবেদন খারিজ করে জানায়, এই বিষয়ে আগে যা নির্দেশ দেওয়া হয়েছে, নতুন করে আর কোনও সিদ্ধান্ত হবে না।
উল্লেখ্য, ২০১৬ সালের এসএসসি নিয়োগ নিয়ে ব্যাপক বেনিয়মের অভিযোগ ওঠে। সুপ্রিম কোর্ট (Supreme Court) সেই পুরো প্যানেলই বাতিল করে দেয়। এর ফলে রাতারাতি প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি হারান। পাশাপাশি আদালত নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেয়। সেই নির্দেশ মেনেই এখন স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া এগোচ্ছে।
সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ অনুযায়ী আগামী ৭ সেপ্টেম্বর নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষা এবং ১৪ সেপ্টেম্বর একাদশ-দ্বাদশ শ্রেণির পরীক্ষা হওয়ার কথা। চাকরিহারা প্রার্থীদের একাংশ চেয়েছিলেন, এই পরীক্ষা যেন পুজোর পরে হয়। তবে আদালত সাফ জানিয়ে দেয় যে, নির্ধারিত সময়েই পরীক্ষা হবে। স্কুল শিক্ষা দপ্তরও বলেছে, তারিখ পিছোলে পুরো প্রক্রিয়াতেই ধাক্কা লাগবে।
সুপ্রিম কোর্টের (Supreme Court) স্পষ্ট নির্দেশের ফলে আর কোনও বিভ্রান্তি রইল না। নির্দিষ্ট সময়েই হবে নিয়োগ পরীক্ষা। এতদিন ধরে বহু মানুষ ভবিষ্যৎ হারিয়েছেন, আর যেন কারও ভবিষ্যৎ যাতে নষ্ট না হয় সেদিকেই নজর দিতে রাজ্যকে বার্তা শীর্ষ আদালতের।