বাংলা হান্ট ডেস্কঃ গত সোমবার রাতে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর অবশেষে গ্রেফতার করা হয় প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে (Manik Bhattacharya)। ইতিমধ্যে আদালতের নির্দেশে ২ সপ্তাহের ইডি (Enforcement Directorate) হেফাজত হয়েছে মানিকের আর এবার সুপ্রিম কোর্ট থেকেও এক প্রকার খালি হাতেই ফিরতে হলো তাঁকে। ফলের সব মিলিয়ে তৃণমূল (Trinamool Congress) বিধায়কের অস্বস্তি বহু গুনে বাড়লো বলেই মত বিশেষজ্ঞদের।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে এসএসসি থেকে শুরু করে প্রাথমিক টেটের মতো নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস। পার্থ চট্টোপাধ্যায়ের পাশাপাশি অশোক সাহা এবং সুবীরেশ ভট্টাচার্যের মতো শিক্ষা আধিকারিকরা হেফাজতে। এই পরিস্থিতিতে বিগত বেশ কিছু সময় ধরে মানিক ভট্টাচার্যের উপর নজর ছিল তদন্তকারী অফিসারদের আর সেই সূত্র ধরে গতকাল অবশেষে গ্রেফতার করা হয় তাঁকে।
মানিক ভট্টাচার্যের গ্রেফতারি;
প্রাথমিক টেট দুর্নীতি মামলায় বিগত কয়েক মাস ধরেই মানিক ভট্টাচার্যের ওপরে নজর রেখে চলেছিল সিবিআই এবং ইডির মতো সংস্থাগুলি। এক্ষেত্রে অতীতে একাধিকবার তদন্তকারী সংস্থার তলবের মুখে পড়তে হয় প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন এই সভাপতিকে। তবে অধিকাংশ সময় সেই তলব এড়িয়ে যান তিনি। সম্প্রতি কলকাতা হাইকোর্টের তরফ থেকে মানিককে সিবিআইয়ের মুখোমুখি হওয়ার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে হাইকোর্ট জানায় যে, সিবিআই চাইলে তাঁকে গ্রেফতার করতে পারে।
তবে পরবর্তী ক্ষেত্রে সুপ্রিম কোর্টে স্বস্তি পান মানিক। শীর্ষ ভিআদালত নির্দেশ দিয়ে জানায়, মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে কোনরকম কঠোর পদক্ষেপ নিতে পারবে না তদন্তকারী অফিসাররা (সিবিআই) তবে এর মাঝেই গত সোমবার দীর্ঘ জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতার করা হয় মানিকবাবুকে। এই ঘটনার পর স্বাভাবিকভাবে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা বাংলায়।
এক্ষেত্রে আদালতের তরফ থেকে ইতিমধ্যে মানিক ভট্টাচার্যকে দুই সপ্তাহের জন্য ইডি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। আবার অপরদিকে তৎক্ষণাৎ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন মানিক ভট্টাচার্যের আইনজীবী। তাঁর তরফ থেকে দাবি করা হয়, “সুপ্রিম কোর্ট যখন আমার মক্কেলকে রক্ষাকবচ দিয়েছিল, সেই মুহূর্তে দাঁড়িয়ে ইডির তরফ থেকে তাঁকে কেন গ্রেফতার করা হলো?”
যদিও এদিন একপ্রকার খালি হাতেই ফিরতে হলো পলাশিপাড়ার তৃণমূল বিধায়ককে। সুপ্রিম কোর্টের তরফ থেকে শুনানি চলাকালীন এদিন জানানো হয়েছে, উক্ত মামলায় এখনই কোনরকম হস্তক্ষেপ করবে না তারা। এক্ষেত্রে আগামী শুক্রবার পরবর্তী শুনানির আগে পর্যন্ত আপাতত হেফাজতেই থাকতে হতে চলেছে মানিককে। ইডি সূত্রে খবর, ইতিমধ্যে মানিককে একাধিক ভাবে জিজ্ঞাসাবাদ পর্ব শুরু হয়েছে। তবে এক্ষেত্রে তদন্তে অসহযোগিতা করার বিষয়টি সামনে উঠে আসছে।