নিয়োগ দুর্নীতির জেরে চাকরিহারা ২৬ হাজার! চাকরি গেল খোদ তৃণমূল কাউন্সিলরের, শোরগোল রাজ্যে

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশে এক ধাক্কায় চাকরি (SSC Job Cancelled) হারিয়েছেন রাজ্যের হাজার হাজার যোগ্য শিক্ষক-শিক্ষিকারা। আদালতের নির্দেশে রাতারাতি চাকরি যেতেই মাথায় ওপর কার্যত আকাশ ভেঙে পড়েছে তাঁদের। কোনো জেলায় এক ধাক্কায় চাকরি বাতিল হয়েছে ৯০০ জনের তো কোথাও সংখ্যাটা হাজার ছাড়িয়েছে। ‘চাকরিহারা’ এই সমস্ত শিক্ষক-শিক্ষিকাদের তালিকায় এবার উঠে এল এক তৃণমূল কাউন্সিলরের নাম। তিনি হলেন রাজপুর সোনারপুর পুরসভার কাউন্সিলর কুহেলি ঘোষ (Kuheli Ghosh)।

চাকরি (SSC Job Cancelled) গেল খোদ তৃণমূল কাউন্সিলরের

এক রাতের মধ্যে সবটা এভাবে ওলট-পালট হয়ে যাওয়ায় আগামীদিনে কি করবেন কিছুই ভেবে উঠতে পারছেন না তিনি। ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কুহেলি বর্তমানে হাইস্কুলে চাকরি করলেও আগে পাঁচ বছর প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। ২০১৬ সালের এসএসসি-র প্যানেলে হাইস্কুলে চাকরি পেয়েছিলেন তিনি। প্রসঙ্গত গত বছরেরই ২০১৬ সালের পুরো প্যানেল বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)।

জানা যাচ্ছে, সেই বাতিল চাকরির (SSC Job Cancelled) তালিকায় নাম ছিল তাঁর। পরে এই মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। প্রথমে এই মামলায় সর্বোচ্চ আদালত হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ জারি করায় অন্যান্যদের মতোই চাকরি বহাল থাকে কুহেলির। তবে দীর্ঘ শুনানির পর কলকাতা হাইকোর্টের রায়কে মান্যতা দিয়ে গতকাল ২৬  হাজার চাকরি বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। আর তাতেই এবার দুশ্চিন্তায় রয়েছেন ওই তৃণমূল কাউন্সিলর।

আরও পড়ুন: গতকাল চাকরি হারিয়েছেন ২৬০০০! এবার SSC-র প্রাক্তন চেয়ারম্যানের জন্য এল দুঃসংবাদ

গতকাল চাকরি বাতিল (SSC Job Cancelled) হওয়ার পর সংবাদমাধ্যমে প্রতিক্রিয়া দিতে গিয়ে কুহেলি জানিয়েছেন, তিনি শাসক দল করলেও তাঁর শিক্ষাগত যোগ্যতা কিন্তু কম নেই। তিনি দাবি করেছেন যোগ্যতা নিয়েই তিনি ওই  চাকরি পেয়েছেন। তাঁর কথায়, ‘স্কুলে আমার ইয়ারে আমি সর্বোচ্চ নম্বর পেয়েছিলাম। কলেজে দ্বিতীয় হয়েছিলাম আমি। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএ করেছি, বিএড করেছি, ডিএলএড করেছি।’

West Bengal

প্রসঙ্গত গতকাল সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের রায় বহাল রাখলেও বেশ কয়েকটি ক্ষেত্রে বদল এনেছে। তার মধ্যে অন্যতম ছিল এই চাকরিতে যোগ দেওয়ার আগে যারা সরকারি দপ্তরে অন্য চাকরি করতেন তারা চাইলে পুরনো কাজে যোগ দিতে পারেন। তবে সেই মোতাবেক কুহেলিও যদি তাঁর আগের  প্রাথমিকের চাকরিতে ফিরে যেতে চান, সেক্ষেত্রে কী প্রক্রিয়া রয়েছে, তা এখনও স্পষ্ট নয় তাঁর কাছে। তবে তিনি আইন মেনেই পরবর্তী পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন।

Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর

X