হাইকোর্টের রায়কে সরাসরি চ্যালেঞ্জ রাজ্যের! ওবিসি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কপিল সিব্বলরা

Published on:

Published on:

বাংলা হান্ট ডেস্ক: ওবিসি (OBC) নতুন লিস্টে নিয়ে স্থগিতাদেশ জারি করেছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। সেই রায়কে এবার পাল্টা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হল রাজ্য সরকার। এই বিষয়ে দ্রুত শুনানির আর্জি জানিয়েছেন আইনজীবী কপিল সিব্বল। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিআর গাভাইয়ের দৃষ্টি আর্কষণ করা হয় রাজ্যের তরফে। ইতিমধ্যেই মামলা দায়েরের অনুমতি মিলেছে।

ওবিসি ইস্যুতে ফের সুপ্রিম কোর্টে মামলা | Supreme Court

এদিন আদালতে রাজ্যের আইনজীবী কপিল সিব্বল বলেন, নতুন তালিকাকে চ্যালেঞ্জ করে একটি রিভিউ পিটিশন দাখিল করা হয়েছিল। সেখানে বলা হয় রাজ্য সরকারকে আইন প্রণয়ন করতে হবে। এই বিষয় সমস্ত রায়ের পরিপন্থী বলে আদালতে জানান আইনজীবী। পাশাপাশি কলকাতা হাই কোর্টে যে অবমাননার আবেদন দাখিল করা হয়েছে তা স্থগিত রাখার আবেদনও জানানো হয় রাজ্যের তরফে।

প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, “ইন্দিরা সাহনি মামলার পর থেকে ধরে নেওয়া হয় যে, ওবিসি শনাক্তকরণের জন্য আইন প্রণয়নের প্রয়োজন।” এরপরই রাজ্যের আবেদন তালিকাভুক্ত করার নির্দেশ দেন বিচারপতি। প্রসঙ্গত, গত বছর মে মাসে ২০১০ সালের পর থেকে অন্যান্য অনগ্রসর সম্প্রদায় ভুক্তদের দেওয়া সব শংসাপত্র বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট।

আরও পড়ুন: কবে মিলবে ১০০ দিনের কাজের টাকা? হাইকোর্টের নির্দেশের পর দিল্লি থেকে এল বড় আপডেট

supreme court

বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজা শেখর মান্থার ডিভিশন বেঞ্চের দেওয়া সেই রায়ে এক ধাক্কায় কয়েক লক্ষ ওবিসি শংসাপত্র বাতিল হয়ে যায়। সেই রায়ের উপর স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। রাজ্যকে নতুন তালিকা তৈরি করার নির্দেশ দেওয়া হলে সেই মোতাবেক নতুন তালিকা প্রস্তুত করা হয়। কিন্তু নিয়ম মেনে সব কাজ হয়নি অভিযোগ তুলে ফের হাই কোর্টে মামলা হয়। তাতে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে কলকাতা হাই কোর্ট। সেই নিয়ে এবার পাল্টা সুপ্রিম কোর্টে গেল রাজ্য।