বাংলা হান্ট ডেস্কঃ আজ ৯ অক্টোবর, বৃহস্পতিবার। আজ সুপ্রিম কোর্টে (Supreme Court) হতে চলেছে OBC সংরক্ষণ সংক্রান্ত এক ঐতিহাসিক মামলার চূড়ান্ত শুনানি। মামলার ডায়েরি নম্বর ২৭২৮৭/২০২৪। মামলাটি রাজ্য সরকার বনাম অমলচন্দ্র দাসের মধ্যে চলছে। এই রায় পশ্চিমবঙ্গের ওবিসি নীতিতে বড় পরিবর্তন আনতে পারে, এমনই আশঙ্কা ও প্রত্যাশা রয়েছে দুই রাজনৈতিক ও প্রশাসনিক মহলে।
কোন বেঞ্চে, কখন শুরু হবে শুনানি?
এই মামলার শুনানি আজ সুপ্রিম কোর্টের (Supreme Court) ১ নম্বর কোর্টে হবে। বেঞ্চে থাকছেন প্রধান বিচারপতি বির গাভেসারা, বিচারপতি উজ্জ্বল ভুঁইয়া এবং বিচারপতি কে. ভি. বিনোদ চন্দ্র। কোর্টের অধিবেশন শুরু হবে সকাল ১০টা নাগাদ। তবে বিচারপতিরা সাংবিধানিক বেঞ্চের কিছু রায় ঘোষণা করার পর, আনুমানিক সকাল ১০টা ৩০ মিনিট থেকে এই মামলার শুনানি শুরু হবে বলে গেলেও, আদালতের তালিকা অনুযায়ী দুপুর ১২টার দিকেই এই মামলার শুনানি প্রক্রিয়া শুরু হবে জানা যাচ্ছে।
আজ চূড়ান্ত শুনানি ঘোষণা করবে সুপ্রিম কোর্ট (Supreme Court)
OBC সংরক্ষণ নিয়ে এই মামলা দীর্ঘদিন ধরেই বিচারাধীন ছিল। আজ সেটিরই চূড়ান্ত শুনানি হবে। ২০১৯ সালের ৯ অক্টোবর এই মামলা শুনানির জন্য নির্ধারিত হলেও সেদিন ওঠেনি। বর্তমানে এই মামলার সঙ্গে আরও ১০টি সংশ্লিষ্ট মামলা যুক্ত করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল উহিনা পারভিন বনাম পশ্চিমবঙ্গ সরকার, এমডি নওশাদ সিদ্দিকী মামলা, আতদ্বীপ বনাম পশ্চিমবঙ্গ রাজ্য মামলা, মুস্তাফিজুরের মামলা, এবং পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা ফোরামের মামলা। এছাড়াও রয়েছে পশ্চাদপদ শ্রেণি আয়োগ বনাম অমলচন্দ্র দাস এবং ইসলাম ও নাজমুল হকের মামলা। এই সব মামলার সম্মিলিত রায় পশ্চিমবঙ্গের ওবিসি তালিকা, সংরক্ষণের নিয়ম এবং এর প্রশাসনিক কাঠামোয় সুদূরপ্রসারী প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।
আইন বিশেষজ্ঞদের মতে, আদালতের (Supreme Court) রায় অনুযায়ী রাজ্যের বর্তমান OBC সংরক্ষণ নীতিতে পরিবর্তন আসতে পারে। ফলে রাজ্যের বহু সরকারি নিয়োগ, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক নীতিতেও তার সরাসরি প্রভাব পড়বে। এই কারণে এই রায় ঘোষণার নিয়ে রাজনৈতিক নেতা থেকে সাধারণ মানুষ সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
আজকের শুনানিতে যদি চূড়ান্ত নিষ্পত্তি হয়, তাহলে সেটি রাজ্যের সংরক্ষণ ব্যবস্থার ভবিষ্যৎ নির্ধারণ করবে। সুপ্রিম কোর্টের (Supreme Court) এই রায় শুধু প্রশাসনিক নয়, সামাজিক ভারসাম্যেও বড় ভূমিকা রাখবে। এখন নজর আজ দুপুরে OBC সংরক্ষণ মামলার কী রায় শোনান দেশের সর্বোচ্চ আদালত সেই দিকে।