বাংলা হান্ট ডেস্কঃ রুজিরা মামলায় সুপ্রিম কোর্টে (Supreme Court) ধাক্কা খেল ইডি। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ের (Rujira Banerjee) এক মামলায় কলকাতা হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorates)। সেখানেই ইডির আবেদন শুনতে চাইল না সুপ্রিম কোর্ট। বদলে শীর্ষ আদালতের পরামর্শ মত আবেদনই প্রত্যাহার করে নেয় ইডি।
ঘটনাটা কী? অর্ধসত্য খবর প্রকাশের ফলে তার ও তার পরিবারের মৌলিক অধিকার খর্ব করা হচ্ছে। রুজিরা বন্দ্যোপাধ্যায়ের দাবি ছিল, গোপনীয়তার অধিকার হরণ করা হচ্ছে। এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তিনি ও তার পরিবার। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ও সংবাদমাধ্যম তার চরিত্রহননের কাজ করছে৷
তার দাবি ছিল, আর্থিক দুর্নীতি সহ অন্যান্য বিষয়ে ইডি-সহ সংস্থাগুলি যে তদন্ত করছে সেই সংক্রান্ত তথ্য আগেই প্রকাশ করে তার পরিবারকে হেনস্থা করা হচ্ছে। সংবাদমাধ্যম ও ইডির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ জানিয়ে হাই কোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছিলেন অভিষেক ঘরণী রুজিরা।
এই মামলার প্রেক্ষিতেই পরে চার্জশিট দাখিল করার আগে স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় সম্পর্কিত যে কোনও ব্যক্তি, অভিযুক্ত, সন্দেহভাজন বা সাক্ষী সম্পর্কিত তদন্তের বিবরণ জনসাধারণ বা মিডিয়ার কাছে যাতে প্রকাশ না করা হয় এই নিয়ে তদন্তকারী সংস্থাগুলিকে নির্দেশিকা জারি করেছিল হাইকোর্ট ৷
বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের নির্দেশ ছিল, তদন্তকারী সংস্থা ইডি তার অভিযানের আগে সংবাদমাধ্যমকে সেই বিষয়ে জানাতে পারবে না। পাশাপাশি তদন্তের ‘সার্চ অ্যান্ড সিজার’-এর সময় লাইভ করার ওপরও নিষেধাজ্ঞা জারি করেছিল হাইকোর্ট।
আরও পড়ুন: আচমকাই কান্না শুরু শাহজাহানের! ‘বাঘে’র চোখে জল দেখে থ খোদ CBI, তারপর যা হল…
এরপর হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল ইডি ৷ যদিও এদিন ইডির সেই আবেদন ফেরাল সুপ্রিম কোর্ট। এদিন বিচারপতি ঋষিকেশ রায় ও বিচারপতি প্রশান্তকুমার মিশ্রর বেঞ্চ ইডিকে নিজের আবেদন প্রত্যাহার করার পরামর্শ দেয়। সেই মতো ইডির আইনজীবী অতিরিক্ত সলিসিটার জেনারেল এস ভি রাজু আবেদন প্রত্যাহার করে নেন।