বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের দরিদ্র, অসহায় এবং শারীরিকভাবে অক্ষম মানুষের জন্য চালু হওয়া ‘দুয়ারে রেশন’ প্রকল্প কি বন্ধ হতে চলেছে? ১০০ দিনের কাজ হোক বা আবাস যোজনা, কেন্দ্র-রাজ্য সংঘাতের আবহে এবার গরিব মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়া নিয়ে নতুন করে চাপে পড়ল পশ্চিমবঙ্গ। জাতীয় খাদ্য সুরক্ষা আইনের দোহাই দিয়ে দুয়ারে রেশন বন্ধ করার লক্ষ্যে সুপ্রিম কোর্টে (Supreme Court) মামলা করেছে কেন্দ্র। আগামী বুধবার মামলাটি শুনানির।
জাতীয় প্রকল্পে রাজ্য কোনও ভাবেই নিজেদের নিয়ম চালাতে পারে না, দাবি কেন্দ্রের
উল্লেখ্য, ২০২১ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যে ‘দুয়ারে রেশন’ চালু হয়। উদ্দেশ্য ছিল বয়স্ক গরিব মানুষের ঘরে পৌঁছে খাদ্যশস্য সরবরাহ করা। দেশজুড়ে পশ্চিমবঙ্গই একমাত্র রাজ্য যেখানে সকলেই বিনামূল্যে রেশন পান এবং বহু ক্ষেত্রে সেই রেশন পৌঁছে যায় বাড়ির দরজায়। কিন্তু কেন্দ্রের দাবি, এই পদ্ধতি আইনসম্মত নয় এবং জাতীয় প্রকল্পে রাজ্য কোনও ভাবেই নিজেদের নিয়ম চালাতে পারে না।
গত দু’বছর ধরে প্রকল্প বজায় রাখতে নানা অসুবিধার মুখে পড়েছেন রেশন ডিলারেরা। ‘অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনে’র সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসুর কথায়, দোকান থেকে বাড়ি পর্যন্ত খাদ্যশস্য পৌঁছে দিতে গিয়ে নষ্ট হয় চাল-গম। তার ক্ষতিপূরণ কখনও দেয়নি কেন্দ্র। অতিরিক্ত খাদ্যশস্য বা আর্থিক সহায়তা না পাওয়ায় ক্ষতির মুখে পড়তে হয় ডিলারদের। তবুও মানবিকতার খাতিরে তাঁরা পরিষেবা বজায় রেখেছেন বলে জানান তিনি।
২০২২ সালে রেশন ডিলারদের এক মামলা কলকাতা হাইকোর্টে হেরে সুপ্রিম কোর্টে (Supreme Court) গিয়েছিল রাজ্য। তখন তেমন আগ্রহ দেখায়নি কেন্দ্র। কিন্তু সম্প্রতি খাদ্যমন্ত্রকের ডিরেক্টর সীতারাম মিনা ২৭২ পাতার একটি পিটিশন জমা দেন। সেখানে কেন্দ্রের অবস্থান স্পষ্ট যে, রাজ্যের ‘নিজস্ব কোনও প্রকল্পে’ বাড়ি বাড়ি খাদ্যশস্য পৌঁছে দিতে চাইলে দিতে পারে, কিন্তু জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় কেন্দ্রীয় রেশন এভাবে বিতরণ করা যাবে না।
এছাড়া, ‘ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড’ চালুর পর দেশের যে কোনও জায়গায় যে কেউ রেশন পেতে পারেন এই যুক্তিও সামনে এনেছে কেন্দ্র। ফলে পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্প আইন লঙ্ঘন করছে বলে অভিযোগ। এমনকি দুয়ারে রেশন অবিলম্বে বন্ধ করাই শুধু নয়, রাজ্যকে আর্থিক জরিমানাও করা হোক,এমন দাবি করেছে কেন্দ্রীয় সরকার।

আরও পড়ুনঃ বাংলা না জানলে ‘বাদ’! WBCS-এ বাঙ্গালীদের জন্য চওড়া হল রাস্তা, নতুন শর্তে তুঙ্গে উত্তেজনা
অন্যদিকে, কেন্দ্র এনডিএ-শাসিত অন্ধ্রপ্রদেশে এবং দিল্লিতে কেজরিওয়াল সরকার থাকা অবস্থায় দুয়ারে রেশন প্রকল্প বন্ধ করিয়েছে বলে খবর। এবার সেই ধাক্কা বাংলার দিকেও আসছে বলে মনে করা হচ্ছে। আগামী বুধবার সুপ্রিম কোর্টের (Supreme Court) শুনানি তাই রাজ্য সরকারের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।












