ফের সুপ্রিম কোর্টে মুখ পুড়ল রাজ্যের! CBI-র হাতেই দিতে হবে শাহজাহানকে, নির্দেশ শীর্ষ আদালতের

বাংলা হান্ট ডেস্কঃ সন্দেশখালি মামলায় গত দু’মাস ধরে তোলপাড় রাজ্য রাজনীতি। গতকাল শেখ শাহজাহানকে (Sheikh Shahjahan) সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেয় কলকাতা হাই কোর্ট। সেই নির্দেশের পর দ্রুত শীর্ষ আদালতের দ্বারস্থ হয় রাজ্য সরকার। সেই মামলায় সুপ্রিম কোর্টেও (Supreme Court) আপাতত ধাক্কা খেল রাজ্য।

হাই কোর্টের (Calcutta High Court) নির্দেশে হস্তক্ষেপ করেনি দেশের সর্বোচ্চ আদালত। অর্থাৎ সন্দেশখালির ‘বাঘ’ শেখ শাহজাহানকে নিজেদের হেফাজতে নিতে আর কোনও বাধা রইল না সিবিআইয়ের। গত দু’মাস ধরে সংবাদের শিরোনামে রয়েছে সন্দেশখালি কাণ্ড (Sandeshkhali Incident)। এই মামলার তদন্তের ভার কার হাতে থাকবে তা নিয়ে দীর্ঘদিন টানাপোড়েন চলছে।

প্রথমেই ইডি (ED) দাবি করেছিল, মামলার তদন্তভার সিবিআইয়ের (CBI) হাতে তুলে দিতে হবে। কারণ হিসেবে আদালতে দাবি করা হয়, রাজ্য পুলিশ যদি তদন্ত করে তাহলে তা পক্ষপাতদুষ্ট হতে পারে। এরপর শেখ শাহজাহানের গ্রেফতারি নিয়েও দ্বন্দ্ব তৈরি হয়। কে গ্রেফতার করবে এই নিয়েও টানাপোড়েন চলে। শেষ অবধি আদালতের নির্দেশ অনুযায়ী তাঁকে গ্রেফতার করে পুলিশ।

এরপর থেকে সিআইডি (CID) হেফাজতে ছিলেন সন্দেশখালির ‘বেতাজ বাদশা’। এই আবহে গতকাল সন্দেশখালি মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেয় কলকাতা হাই কোর্ট। আদালতের নির্দেশ সত্ত্বেও গতকাল শাহজাহানকে হস্তান্তর করেনি সিআইডি। ভবানী ভবন থেকে খালি হাতে ফিরতে হয় সিবিআইকে। সূত্রের খবর, মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন এই যুক্তি দেখিয়েছিল সিআইডি।

আরও পড়ুনঃ আর এক-২ জন গ্রেফতার …মমতা সরকারের মেয়াদ কতদিন? জানিয়ে দিলেন অভিজিৎ গাঙ্গুলি

এদিন এই মামলাতেই শীর্ষ আদালতে ধাক্কা খেল রাজ্য। হাই কোর্টের নির্দেশে হস্তক্ষেপ করেনি সুপ্রিম কোর্ট। অর্থাৎ সন্দেশখালি মামলায় হাই কোর্টের রায়ই বহাল থাকছে। সন্দেশখালির ‘বাঘ’কে এবার নিজেদের হেফাজতে নিতে পারে সিবিআই।

sheikh shahjahan

প্রসঙ্গত, গত ৫ ফেব্রুয়ারি ইডির ওপর হামলার পর প্রায় ৫৫ দিন ফেরার ছিলেন শেখ শাহজাহান। গত ২৮ ফেব্রুয়ারি মিনাখাঁ থেকে গ্রেফতার করা হয় তাঁকে। এরপর থেকে সিআইডি হেফাজতে ছিলেন সন্দেশখালির এই নেতা। এবার হাই কোর্টের নির্দেশ অনুযায়ী সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে তাঁকে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর