বাংলা হান্ট ডেস্কঃ সুপ্রিম কোর্টের (Supreme Court) রায়ে অবশেষে বড়সড় স্বস্তি পেলেন তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সম্প্রতি, ইডির তলবের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষাকবচ দেয় উচ্চ আদালত। এদিন সেই রক্ষাকবচ বহাল রাখার পাশাপাশি তৃণমূল নেতার বিদেশ যাত্রাতেও ছাড় দিল কোর্ট।
উল্লেখ্য, কয়লা পাচার কাণ্ডে বিগত বেশ কয়েক মাস ধরে ইডির নজরে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মামলায় তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়ককেও একাধিকবার তলব করে চলেছে তদন্তকারী সংস্থা। সেই সূত্রে গত মে মাসে সুপ্রিম কোর্টে অভিষেক এবং রুজিরার তরফ থেকে একটি মামলা দায়ের করা হয়। সেই মামলার শুনানিতে সম্প্রতি দিল্লির পরিবর্তে কলকাতাতেই তৃণমূল নেতা এবং তাঁর স্ত্রীকে জেরা করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।
একই সঙ্গে গত শুক্রবার ইডির জিজ্ঞাসাবাদে মুখে সুপ্রিম কোর্ট তাদের রায়ে জানায় যে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো রকম কঠোর পদক্ষেপ নিতে পারবে না তদন্তকারী অফিসাররা। গত শুক্রবারের পর এদিন ফের একবার শুনানি শুরু হয়।
আদালত সূত্রের খবর, উক্ত মামলার শুনানি চলাকালে উভয় পক্ষের দাবি এবং পাল্টা দাবি শোনার পর সুপ্রিম কোর্টের বিচারপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচ বহাল রাখলেন অর্থাৎ আগামী ৩০ শে সেপ্টেম্বর আদালতের পরবর্তী শুনানির আগে পর্যন্ত তৃণমূল নেতার বিরুদ্ধে কোনরকম কঠোর পদক্ষেপ নিতে পারবে না ইডি। একই সঙ্গে এদিন অভিষেকের বিদেশ যাত্রাতেও ছাড় দিল আদালত।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে কয়লা পাচার কাণ্ডে একাধিকবার ইডির জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এই ঘটনার পিছনে বিজেপির রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে বলে দাবি করে তৃণমূল শিবির। তবে এসব বিতর্ক মাঝে এদিন সুপ্রিম কোর্টের রায় অভিষেককে বড়সড় স্বস্তি দিল বলেই মত বিশেষজ্ঞদের।