প্রথম বিবাহ বিচ্ছেদের পর দ্বিতীয় স্বামীর কাছেও ভরণপোষণ চাইতে পারেন স্ত্রী: সুপ্রিম কোর্ট

Updated on:

Updated on:

Supreme Court wife can seek maintenance from second husband after first divorce

বাংলা হান্ট ডেস্ক: কোন কারনে যদি প্রথম বিয়ের ডিভোর্স হয়। সেই ডিভোর্সের পর মহিলা ভরণপোষণ পান। পরবর্তীকালে যদি দ্বিতীয়বার বিবাহ বিচ্ছেদ হয় তখন ওই আর্থিক সহায়তা নির্ধারণের ক্ষেত্রে কোনভাবেই প্রাসঙ্গিক নয় এমনই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ জানালো সুপ্রিম কোর্ট (Supreme Court)। সূত্রের খবর, দ্বিতীয় বিবাহ বিচ্ছেদের সময় স্ত্রী তার ভরণপোষণের দাবি করতে পারবেন না এই যুক্তি খারিজ করলো দেশের সর্বোচ্চ আদালত।

প্রথম বিবাহ বিচ্ছেদের পর দ্বিতীয় স্বামীর থেকে খরপোষ পেতে পারেন স্ত্রী, রায় সুপ্রিম কোর্টের (Supreme Court)

সম্প্রতি মামলা করেন এক ব্যক্তি। সেই মামলার ব্যক্তি দাবি করেছিলেন, তার স্ত্রী ইতিপূর্বে প্রথম পক্ষের স্বামীর থেকে সন্তোষী জনক ভরণপোষণ পেয়েছেন। তার দ্বিতীয় বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে আর্থিক সহায়তার বা খরপোশ (Alimony) অধিকার নেই। কিন্তু দেশের সর্বোচ্চ আদালত ওই ব্যক্তির করা আবেদন নাকচ করে দিয়েছেন।

এই মামলায় সুপ্রিম কোর্ট (Supreme Court) সংবিধানের ১৪২ অনুচ্ছেদের ক্ষমতা প্রয়োগ করে বিবাহ বিচ্ছেদের সম্মতি দেন। আদালতের মতে, মাত্র ১ বছর ৯ মাস ওই দম্পতি সংসদ জীবন করেছেন। তার মধ্যেই তাদের দাম্পত্য জীবনে ভাঙ্গন দেখা দিয়েছে। এবং তা আর আগের মত অবস্থায় ফিরে যাওয়ার জায়গা নেই।

পাশাপাশি এই মামলায়, স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসা আইন (আইপিসি ৪৯৮এ ধারা) অনুযায়ী মামলা দায়ের করেছিলেন। প্রথমে দু’পক্ষ মিউচুয়াল ডিভোর্সে সম্মত হলেও পরে স্ত্রী সেই সমঝোতা থেকে সরে আসেন। তারফরই স্বামী বম্বে হাইকোর্টে মামলা খারিজের আবেদন জানালে তা প্রত্যাখ্যাত হয়। তারপর সেখান থেকে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন।

Supreme Court wife can seek maintenance from second husband after first divorce

আরও পড়ুন: মটন বা চিকেন ছাড়ুন! এবার ইলিশ দিয়ে বানিয়ে ফেলুন বিরিয়ানি, হাত চাটবে সকলে

সুপ্রিম কোর্ট স্বামীর বিবাহ বিচ্ছেদের আবেদন জানান এবং স্ত্রীকে মুম্বাইয়ের অভিজাত এলাকায় তার ৪ কোটি টাকার মূল্যের ফ্ল্যাট উপহার হিসেবে দেওয়ার প্রস্তাব দেন। তিনি যদি সেই ফ্ল্যাট না দেন তাহলে বিকল্প হিসেবে তিনি ৪ কোটি টাকা দিতে পারেন। কিন্তু স্ত্রী দাবি করেন ভরণপোষণ হিসেবে তার ১২ কোটি টাকা প্রয়োজন।

এই রায় শোনার পর, তার স্বামী জানান তিনি বর্তমানে কর্মহীন। পাশাপাশি তার প্রথম বিয়ে থেকে জন্মানো অটিজমে আক্রান্ত সন্তানকে দেখভাল করার জন্য আগের চাকরি ছেড়েছেন। আদালতের পর্যবেক্ষণে জানিয়েছেন তাদের এই দ্বিতীয় বিয়েটি দু বছরও টেকেনি। স্বামীর দেওয়া ফ্ল্যাট উপহার হিসেবে যথেষ্ট যুক্তিযুক্ত ও বিচ্ছেদের পরে স্ত্রীর ভরণপোষণের চাহিদা পূরণ করতেও সক্ষম তিনি।

সুপ্রিম কোর্ট (Supreme Court) এই বিষয়ে বলেছেন, বর্তমানে আবেদনকারী কর্মহীন। এন অবস্থায় আরো ভরণ পোষণ চাওয়ার যুক্তি নেই। এই প্রসঙ্গে স্ত্রী দাবি করেন স্বামীর লিংকডইন তিন প্রোফাইল তার চাকরির সমস্ত তথ্য রয়েছে। যদিও বা এই যুক্তি আদালত খারিজ করে দিয়েছেন। আদালতের তরফ থেকে আরো জানানো হয়েছে, গার্হস্থ্য হিংসার মামলাটি ভাসাভাসা অভিযোগে ভরা। অতএব দম্পতির কলহে অতিরঞ্জিত করে মামলায় রূপান্তরিত করা হয়েছে। তাই ওই মামলা বাতিল করা হয়। পাশাপাশি আদালতের (Court) তরফ থেকে বলা হয়েছে আগামী ৩০ আগস্ট ২০২৫ এর মধ্যে ওই ফ্ল্যাট হস্তান্তর সংক্রান্ত গিফট ডিড সম্পূর্ণ করতে হবে।