নির্দেশ দেন প্রাক্তন বিচারপতি, এবার টেটের ৩,৯২৯ শূন্যপদ নিয়ে বড় রায় সুপ্রিম কোর্টের

বাংলা হান্ট ডেস্ক: এবার শিক্ষক নিয়োগ সম্পর্কিত আরও একটি গুরুত্বপূর্ণ রায় দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। সম্প্রতি রাজ্যের (West Bengal) সবথেকে আলোচিত SSC দুর্নীতি সংক্রান্ত (SSC Recruitment Scam) মামলাও সুপ্রিম কোর্টে গিয়েছে। তবে, এবার প্রাথমিকে শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি নতুন রায় দিয়েছে উচ্চ আদালত। মূলত, ২০১৪ সালের টেটের ভিত্তিতে প্রাথমিকে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ৩,৯২৯ টি শূন্যপদকে তৈরি হয়েছিল জটিলতা। এবার সেই প্রসঙ্গেই নতুন রায় দিল সুপ্রিম কোর্ট। যেখানে জানানো হয়েছে যে, ওই শূন্যপদগুলিতে ভবিষ্যতের শূন্যপদ থেকে নিয়োগ করা হবে।

এমতাবস্থায়, ২০২২ সালের নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে ওই ৩,৯২৯ টি শূন্যপদ যোগ করে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি, এই নতুন রায় অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, সংশ্লিষ্ট শূন্যপদগুলির প্রসঙ্গে এর আগে অন্য নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেক্ষেত্রে তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ওই পদগুলিতে মামলাকারীদের মেধার ভিত্তিতে নিয়োগের নির্দেশ দিলেও হাইকোর্টের ওই নির্দেশকে মান্যতা দিল না উচ্চ আদালত।

Supreme Court's big verdict on 3,929 vacancies in Tet.

প্রসঙ্গত উল্লেখ্য যে, ২০১৪ সালে সম্পন্ন হওয়া টেটের ভিত্তিতে ২০১৬ এবং ২০২০ সালে ২ টি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়। যেখানে, ২০২০ সালের নিয়োগ প্রক্রিয়ায় প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে মোট ১৬,৫০০ শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি সামনে আনা হয়। যদিও, অভিযোগ করা হয় যে ওই শূন্যপদের পুরোটা পূরণ করা হয়নি। সেক্ষেত্রে খালি রয়েছে ৩,৯২৯ টি পদ। আর এই মামলার পরিপ্রেক্ষিতেই কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন যে মামলাকারীদের মেধার ভিত্তিতে ওই পদগুলিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। তবে, ওই নির্দেশকে চ্যালেঞ্জ করেই ২০১৭ সালের টেট উত্তীর্ণরা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যান।

আরও পড়ুন: বদলাবে ১৩ বছরের ইতিহাস! পরের মরশুমেই MI ছাড়বেন রোহিত? ভবিষ্যদ্বাণী প্রাক্তন তারকা পেসারের

টেট উত্তীর্ণ প্রার্থীদের বক্তব্য ছিল যে, ২০২০ সালের নিয়োগ প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ায় নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করা উচিত। সেখানে ২০১৪-র পাশাপাশি সুযোগ দেওয়া উচিত ২০১৭ সালের টেট উত্তীর্ণদেরও। আর এই মামলার পরিপ্রেক্ষিতেই হাইকোর্টের তৎকালীন ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয় ওই শূন্যপদগুলির ক্ষেত্রে দাবিদার হলেন ২০১৪ সালের টেট উত্তীর্ণেরাই। সেক্ষেত্রে, সুযোগ থেকে বঞ্চিত হয়েছিলেন ২০১৭ সালের টেট উত্তীর্ণেরা।

আরও পড়ুন: Google Pay থেকে সম্পূর্ণ আলাদা! ভারতে লঞ্চ হল Google Wallet, সহজেই করা যাবে এই কাজগুলি

এমতাবস্থায়, ওই নির্দেশকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে পৌঁছে গিয়েছিলেন ২০১৭-র টেট উত্তীর্ণেরা। শীর্ষ আদালতের বিচারপতি হৃষীকেশ রায় এবং বিচারপতি প্রশান্তকুমার মিশ্রের বেঞ্চে বৃহস্পতিবার এই মামলার শুনানি ছিল। যেখানে আদালত জানিয়ে দিয়েছে যে, ভবিষ্যতের শূন্যপদের সঙ্গে ওই ৩,৯২৯ পদটি যুক্ত করে দেওয়া হবে। ওই শূন্যপদগুলিতে আবেদন করতে পারবেন টেট উত্তীর্ণরা।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর