বাংলা হান্ট ডেস্ক: চলতি বছরের জানুয়ারি মাসে মার্কিন সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চের (Hindenburg Research) আদানি গ্রূপের (Arabia Group) পরিপ্রেক্ষিতে “Adani Group: How The World’s 3rd Richest Man Is Pulling The Largest Con In Corporate History” শীর্ষক রিপোর্টটি সামনে আসার পরেই রীতিমতো নড়ে যায় আদানি সাম্রাজ্যের ভিত। শুধু তাই নয়, ওই রিপোর্টে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে শেয়ার বাজারে কারচুপি সহ অ্যাকাউন্ট ফ্রডের মতো চাঞ্চল্যকর অভিযোগ নিয়ে আসা হয়।
এদিকে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে রীতিমতো তোলপাড় হয়ে যায় দেশের রাজনৈতিক মহলও। কংগ্রেস-সহ বিরোধী দলগুলি আদানি গ্রূপের বিরুদ্ধে সরব হয়। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, এর ফলে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হন ভারতীয় শিল্পপতি গৌতম আদানি। তবে, এবার বড়সড় স্বস্তি পেল আদানি গ্রূপ।
জানা গিয়েছে, এবার সংশ্লিষ্ট গ্রূপকে ক্লিন চিট দিল সুপ্রিম কোর্টের তৈরি কমিটি। পাশাপাশি, ওই কমিটি তথা প্যানেল সরাসরি জানিয়ে দিয়েছে যে, আদানি গ্রুপ কোনোরকমের নিয়মের উল্লঙ্ঘন করেনি। এছাড়াও, প্যানেলের বিশেষজ্ঞরা জানিয়েছেন যে, প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে আদানি গ্রূপ শেয়ার বাজারকে প্রভাবিত করার জন্য কোনো চেষ্টা করেনি।
এমনকি, আদানির কোম্পানিতে অবৈধ বিনিয়োগের ক্ষেত্রেও কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জানা গিয়েছে। রিপোর্ট অনুযায়ী, আদানি গ্রুপের কাছ থেকে প্রাপ্ত তথ্যকে ভুলভাবে উপস্থাপন করা হয়নি সেবির তরফে। পাশাপাশি, এটাও জানানো হয়েছে, যেহেতু বর্তমানে সেবি তদন্ত করছে সেহেতু এইসব সিদ্ধান্তকে এখনই চূড়ান্ত বলা যাচ্ছে না।
এদিকে, গত সোমবার সেবি শীর্ষ আদালতে জানিয়েছে যে, ২০১৬ সাল থেকেই আদানি গ্রুপের বিরুদ্ধে এই বাজার নিয়ন্ত্রণকারী সংস্থা তদন্ত করছে বলে পিটিশনে করা দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। এর পাশাপাশি “তদন্তের স্বার্থে” আদালতে আরও ছ’মাসের সময় চেয়েছে সেবি। এমতাবস্থায়, আদালত তিন মাসের বেশি সময় দিতে রাজি হয়নি বলে জানা গিয়েছে। এদিকে, সামগ্রিকভাবে সুপ্রিম কোর্টের প্যানেলের আদানি গোষ্ঠীকে ক্লিন চিটের ঘটনায় কিছুটা হলেও স্বস্তি পেলেন আদানি গ্রুপের গ্রাহকরা।