লজ্জিত হলো মানবতা, বাইকের সাথে দড়ি দিয়ে বেঁধে নিয়ে যাওয়া হলো জীবিত কুকুরকে

গুজরাটের সুরাত শহর থেকে মানবতাকে লজ্জা দেওয়ার মতো ঘটনা সামনে এসেছে। সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে এক অবলা প্রাণীকে অমানবিকভাবে কষ্ট দেওয়ার ঘটনা দেখা যাচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে এক কুকুরকে দড়ি দিয়ে বাইকে বেঁধে নির্মমভাবে টেনে নিয়ে যাওয়া হচ্ছে।

এই ঘটনা সুরাতের ভগবান মহাবীর কলেজের সামনে ঘটেছে। যেখানে ২ জন ব্যাক্তি রাস্তায় দড়ি দিয়ে কুকুরকে বাইকের সাথে বেঁধে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছিল। ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর FIR দায়ের করা হয়। যারপর পুলিশ তদন্তে নেমে একজনকে নির্দয় ব্যাক্তিকে গ্রেফতার করে। অন্যদিকে পুলিশ আরেক অভিযুক্তের খোঁজ চালাচ্ছে।

IMG 20210218 215126

ঘটনায় অভিযুক্ত হিতেশ প্যাটেল নামের ব্যাক্তিকে পুলিশPপ গ্রেফতার করেছে। হিতেশ প্যাটেল সুরাত নগর নিগমে কাজ করে বলে জানা গেছে। আরেক অপরাধীর জন্য পুলিশ তল্লাশি চালু করেছে যাকে হিতেশের সাথে দেখা গেছিল।

পুলিশ সূত্রে জানা গেছে, ভিডিও ভাইরাল হওয়ার পর সলোনি রাঠি নামের এক সামাজিক কার্যকর্তা অভিযোগ দায়ের করেন। ভিডিওতে দেখা গেছে দড়ির এক দিক বাইকের সাথে বাঁধা ছিল অন্যদিকে কুকুরের গলায় বাঁধা ছিল। অপরাধী নিজেকে বাঁচানোর জন্য দাবি করেছে যে কুকুর আগে থেকে মরা ছিল, কুকুরটির শবদেহ ফেলানোর জন্য তারা যাচ্ছিল।

সম্পর্কিত খবর