সেরা সহঅভিনেত্রীর জন্য জাতীয় পুরস্কার সুরেখা সিক্রির, পেলেন বিশেষ সম্মান

Published On:

বাংলাহান্ট ডেস্ক: গত ২৩ ডিসেম্বর ছিল জাতীয় পুরস্কার প্রদান অনুষ্ঠান। দিল্লির বিজ্ঞান ভবনে ছিল এই অনুষ্ঠান। উপস্থিত ছিলেন আয়ুস্মান খুরানা, ভিকি কৌশল, অক্ষয় কুমার, সঞ্জয় লীলা বনশালি সহ আরও অনেকেই। বিজেতাদের হাতে পুরস্কার তুলে দেন উপ-রাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু।

দাদাসাহেব ফালকে পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন। কিন্তু অসুস্থতার কারণে তিনি এদিন উপস্থিত থাকতে পারেননি অনুষ্ঠানে। সোশ্যাল মিডিয়ায় দুঃখপ্রকাশ করে তিনি লেখেন, ‘জ্বর হয়েছে, যাওয়া সম্ভব নয়। আগামিকাল দিল্লিতে জাতীয় পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারব না। খুবই দুর্ভাগ্যজনক’। তবে উপ-রাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু নিজের বক্তৃতায় বিগ বির নাম উল্লেখ করে জানান, তিনি নিজেই একজন প্রতিষ্ঠানের সমান। তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর জানান, দেশের বাইরেও বিশেষত চিনে ভারতীয় ছবির জনপ্রিয়তার কথা।

সেরা সহঅভিনেত্রী হিসাবে পুরস্কার জেতেন সুরেখা সিক্রি। ‘বধাই হো’ ছবির জন্য এই পুরস্কার জেতেন তিনি। হুইলচেয়ারে করে পুরস্কার নেওয়ার সময় সবাই উঠে দঁড়িয়ে সম্মান জানান এই বর্ষীয়ান অভিনেত্রীকে। সেরা অভিনেতার পুরস্কার পান আয়ুস্মান খুরানা ও ভিকি কৌশল, উরি এবং অন্ধাধুন ছবির জন্য। সেরা ছবি প্যাডম্যান-এর জন্য পুরস্কার জেতেন অক্ষয় কুমার। সেরা অভিনেত্রীর শিরাোপা ওঠে কীর্তি সুরেশের মাথায়।

সেরা সঙ্গীত পরিচালকের জন্য পুরস্কার পান সঞ্জয় লীলা বনশালি পদ্মাবত ছবির জন্য ও শাশ্বত সচদেভ উরি ছবির জন্য। এই ছবির জন্য সেরা পরিচালকের সম্মানও পান আদিত্য ধর। অপরদিকে সেরা সহঅভিনেতার পুরস্কার পান স্বানন্দ কিরকিরে, চুম্বক ছবির জন্য।

X