বাংলা হান্ট নিউজ ডেস্ক: যখন থেকে ইংল্যান্ডের মারকুটে ওপেনার জেসন রয় ঘোষণা করেছেন যে তিনি আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অংশ নেবেন না, তখন থেকে অনেক ভক্ত ভারতবর্ষের তারকা ক্রিকেটার সুরেশ রায়নাকে ইংল্যান্ডের ব্যাটসম্যানের পরিবর্তে দেখার ইচ্ছা প্রকাশ করতে টুইটারে গিয়েছিলেন। রয় গুজরাট টাইটান্সের অংশ ছিলেন। নতুন ফ্র্যাঞ্চাইজিটি তাকে তার বেস প্রাইস ২ কোটি টাকাতে কিনে নিয়েছিল।
মঙ্গলবার ৩১ বছর বয়সী ইংল্যান্ড তারকা সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করে ঘোষণা করেছেন যে তিনি পরিবারের সাথে সময় কাটানোর জন্য বিলিয়ন ডলার টি-টোয়েন্টি লিগে অংশ নেবেন না। এদিকে, রায়না, যিনি আইপিএলের ইতিহাসে অন্যতম সফল খেলোয়াড়, তিনি গত মাসে অনুষ্ঠিত মেগা নিলামের সময় অবিক্রিত ছিলেন।
রয়কে আগের মরসুমে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে মাঠে নামতে দেখা গিয়েছিল এবং এখনও পর্যন্ত আইপিএলে ১৩ টি ম্যাচ খেলেছেন। রায়না, যিনি ‘মিস্টার আইপিএল’ নামেও পরিচিত এবং ভক্তদের অন্যতম প্রিয় তিনি ২০২০ মরসুম ব্যতীত শুরু থেকে সমস্ত মরশুমে অংশগ্রহণ করেছেন। তিনি। নিজেও নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করে তার আইপিএলে ফেরার ইঙ্গিত দিয়েছেন।
Dear @gujarat_titans, if you pick Suresh Raina as a replacement of Roy, you are not just picking Raina for the team also you would getting almost 10M+ followers for your team who would promote your matches and support. This is important for your brand value. #SureshRaina pic.twitter.com/zEZrZqaSCP
— Nikhil Shete (@Nix_viratian_18) March 2, 2022
গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ছাড়াও, রায়না অধুনালুপ্ত গুজরাট লায়ন্স এর হয়ে মাঠে নেমেছেন এবং সেই দলকে নেতৃত্বও দিয়েছেন, যখন দুর্নীতির অভিযোগে ২০১৬ এবং ২০১৭ সালে লিগে অংশ নেওয়া থেকে সিএসকে-কে নিষিদ্ধ করা হয়েছিল। ৩৫ বছর বয়সী ক্রিকেটার সেই সামান্য খেলোয়াড়ের মধ্যে পড়েন যারা আইপিএলে ৫০০০ রান করেছেন। যদিও তাকে নিয়ে গুজরাট টাইটানস এখনও রয়ের বদলি হিসাবে ঘোষণা করেননি।