বাংলা হান্ট ডেস্ক: হস্তমৈথুন একটি স্বাভাবিক শারীরবৃত্তীয় ক্রিয়া হলেও মাঝে মধ্যেই এই বিষয় নিয়ে একাধিক অবাক করা খবর শুনতে পাওয়া যায় সমগ্র বিশ্বজুড়েই। সেই রেশ বজায় রেখেই এবার আরও এক অকল্পনীয় ঘটনা সামনে এসেছে। কয়েকদিন আগেই এক পুরুষ যাত্রীর বিরুদ্ধে প্রকাশ্যে বিমানে বসে হস্তমৈথুনের অভিযোগ ওঠে। এমনকি, অভিযোগের ভিত্তিতে ওই বিমান যাত্রী গ্রেপ্তারও হন।
তবে, এবার যা ঘটেছে তা শুনে কার্যত আকাশ থেকে পড়েছেন সকলেই। হস্তমৈথুন করতে গিয়ে রীতিমত অসুস্থ হয়ে হাসপাতালে ভরতি হতে হল এক যুবককে। শুধু তাই নয়, ওই যুবকের অবস্থা এতটাই বেগতিক হয়ে যায় যে, তাঁকে আইসিইউতেও বিশেষ পর্যবেক্ষণে রাখেন চিকিৎসকেরা। সুইজারল্যান্ডের এই ঘটনা সামনে আসতেই অবাক হয়েছেন সকলেই। জানা গিয়েছে যে, ওই যুবক দিনে বেশ কয়েকবার হস্তমৈথুন করেন। তবে সপ্তাহখানেক আগে সেই কাজ করতে গিয়েই কার্যত চরম বিপদ ডেকে আনেন তিনি।
অত্যধিক জোরে হস্তমৈথুন করার ফলে হঠাৎই বুকে প্রবল যন্ত্রণা শুরু হয় তাঁর। এমনকি, হয় শ্বাসকষ্টও। এমবতাবস্থায়, সময় নষ্ট না করে তাঁকে দ্রুততার সাথে হাসপাতালে ভরতি করা হয়। চিকিৎসকেরা পরীক্ষা নিরীক্ষা করার পর জানতে পারেন যে, বছর কুড়ির ওই যুবক স্পন্টেনিয়াস নিউমোমেডিয়াস্টিনাম রোগে আক্রান্ত হয়েছেন।
এদিকে, তারপরেই চিকিৎসকেরা তাঁকে আইসিইউতে স্থানান্তরিত করেন। সেখানেই চিকিৎসকদের নিয়মিত পর্যবেক্ষণে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন তিনি। দিন চারেক পর তিনি ছুটি পান হাসপাতাল থেকে। এদিকে, হস্তমৈথুনের জেরে সরাসরি আইসিইউতে ভর্তি হওয়ার ঘটনাকে ঘিরে স্বাভাবিকভাবেই বর্তমানে ওই যুবক উঠে এসেছেন খবরের শিরোনামে।
কেন ঘটল এমন ঘটনা?
এই প্রসঙ্গে চিকিৎসকরা জানিয়েছেন যে, মাত্রাতিরিক্ত জোরে হস্তমৈথুনের ফলে কিছু কিছু ক্ষেত্রে পুরুষেরা এই রোগে আক্রান্ত হন। এর ফলে মূলত, ফুসফুস থেকে নির্গত বাতাস সরাসরি পাঁজরে বাধাপ্রাপ্ত হয়। যার ফলে ঘাড় থেকে কনুই পর্যন্ত এক অদ্ভুত অস্বস্তি অনুভূত হতে শুরু করে। এমনকি, কারও কারও মুখ ফুলে যাওয়ার পাশাপাশি, শ্বাসকষ্ট এবং বুকে ব্যথার মতো উপসর্গও দেখা যায়।