বাংলা হান্ট ডেস্কঃ ভারত বনাম ইংল্যান্ডের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ড এর কাছে আট উইকেটে হেরেছে ভারতীয় দল। প্রথম ম্যাচে ভারতের ব্যাটিং বিপর্যয় ঘটে। ইংল্যান্ডের বোলারদের সামনে কার্যত দাঁড়াতেই পারেনি ভারতের কোন ব্যাটসম্যান। একমাত্র শ্রেয়স আইয়ার ছাড়া আর কোন ভারতীয় ব্যাটসম্যান প্রথম ম্যাচে রান পাননি। ব্যর্থ হয়েছেন টি-টোয়েন্টিতে ভারতের বেস্ট ব্যাটসম্যান কে এল রাহুল, অধিনায়ক বিরাট কোহলি থেকে শুরু করে প্রত্যেকেই। আর এই পরিস্থিতিতে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে নামছে টিম ইন্ডিয়া।
ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকেই ফর্মে নেই ভারত অধিনায়ক বিরাট কোহলি। যে বিরাট কোহলির ব্যাটে ভর করে ভারত অনেক ম্যাচ জিতেছে, যে বিরাট কোহলির কাছ থেকে সব সময় একটা বড় ইনিংস প্রত্যাশা করে ভারতীয় ক্রিকেট প্রেমীরা। সেই বিরাট বারবার ব্যর্থ হয়েছেন। ইতিমধ্যেই অধিনায়ক হিসেবে সবথেকে বেশিবার শূন্য রানে আউট হওয়ার রেকর্ড গড়ে ফেলেছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। আর এমন পরিস্থিতিতে আজকের ম্যাচে যেকোন উপায়ে ফর্মে ফিরতে চাইবেন বিরাট কোহলি। মনে করা হচ্ছে ফর্মে ফেরার জন্য বিরাট এর ব্যাটিং পজিশনে বদল হতে পারে।
যেহেতু এই মুহূর্তে ওপেনিং একেবারেই ফর্মে নেই শিখর ধাওয়ান, তাই মনে করা হচ্ছে আজকের ম্যাচে ওপেনিং এর ভূমিকায় দেখা যেতে পারে ভারত অধিনায়ক বিরাট কোহলিকে। অতীতে ভারতীয় দলের হয়ে এবং আইপিএলে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে অনেকবার ওপেনিংয়ে দেখা গিয়েছিল বিরাট কোহলিকে। ওপেনিং ব্যাটসম্যান হিসেবে বেশ সফল বিরাট কোহলি। তাই মনে করা হচ্ছে আজকের ম্যাচে ওপেনিংয়ে দেখা যেতে পারে বিরাট কোহলি বিরাটকে। সেক্ষেত্রে কোহলির জায়গায় দলে আসতে পারেন সূর্য কুমার যাদব। আজকের ম্যাচে সূর্য কুমার যাদবের অভিষেক হওয়ার সম্ভাবনা প্রবল।