বাংলা হান্ট ডেস্কঃ গতকাল ভারত বনাম ইংল্যান্ডের চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাটিং করতে নামেন সূর্য কুমার যাদব। আর প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাটিং করতে নেমেই 6 দিয়ে ইনিংস শুরু করলেন সূর্য কুমার যাদব, আর সেখান থেকে মাত্র 31 বলে 57 রানের ঝোড়ো ইনিংস। প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাটিং করতে নেমে সূর্য কুমার যাদবের এমন ভয়ডরহীন ব্যাটিং কি করে সম্ভব? জানা গেল এর পিছনে রয়েছে ভারত অধিনায়ক বিরাট কোহলির বিশেষ টোটকা।
বৃহস্পতিবার ম্যাচের সেরা পুরস্কার নেওয়ার সময় সূর্যকুমার বলেন, ” খুব টেনশন হচ্ছিল তবে বারবার নিজের সঙ্গে কথা বলে নিজেকে সহজ করার চেষ্টা করছিলাম। সেই সময় বিরাট ভাই আমার কাছে এসে বললো ভাবো তুমি অন্য রঙের জার্সি পড়ে আইপিএল খেলছে তাহলে সমস্ত ব্যাপারটা তোমার কাছে সহজ হয়ে উঠবে। আর কোহলির এই কথা শোনার পরেই আমার পুরো বিষয়টা অনেক সহজ মনে হতে লাগলো।”
দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে অভিষেক হয় সূর্য কুমার যাদব এর। তবে সেই ম্যাচে ব্যাট করার সুযোগ পাননি তিনি। তৃতীয় ম্যাচে রোহিত শর্মা ফিরে আসায় বাদ পড়েছিলেন সূর্য। তবে চতুর্থ ম্যাচে ভারত অধিনায়ক বিরাট কোহলি সূর্যকে তিন নম্বরে ব্যাটিং করতে পাঠান। রোহিত আউট হতেই গুটি গুটি পায়ে এগিয়ে যান সূর্য কুমার যাদব। আর প্রথম বলেই জোফ্রা আর্চারকে মাঠের বাইরে পাঠিয়ে দেন তিনি। সেখান থেকে 31 বলে 57 রানের দুর্দান্ত ইনিংস। সূর্য কুমার যাদব এর এই ইনিংসটি সাজান ছিল 3 টি ছয় এবং 6 টি চার দিয়ে। আর এই দুর্দান্ত ইনিংস খেলে অধিনায়কের আস্থার ওপর ভরসা রাখলেন সূর্য কুমার যাদব।