বিশ্বসেরা একাদশ বাছলেন সূর্যকুমার যাদব, কোহলি থাকলেও রোহিতকে করলেন অধিনায়ক

Published On:

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতীয় দলের মিডল অর্ডার ব্যাটসম্যান সূর্যকুমার যাদব ক্রমে ক্রমে নিজেকে অপরিহার্য প্রমাণ করে তুলছে। কিছুদিন আগে তিনি তার একটি প্রিয় একাদশ তৈরি করেছিলেন। যেখানে তিনি একাধিক তারকা ক্রিকেটারকে সুযোগ দিয়েছেন। সূর্য নিজেকেও এই দলে অন্তর্ভুক্ত করেছেন।

সূর্যকুমার তার এগারো সদস্যের দলের ওপেনিং জুটিতে রোহিত শর্মা এবং জস বাটলারকে জায়গা দিয়েছেন। বাটলার একজন তারকা ব্যাটসম্যান ছাড়াও একজন দক্ষ উইকেটরক্ষক। আর তাই তাকে ছাড়া অন্য কাউকে জায়গা দেওয়া ঠিক মনে করেননি সূর্য।

এই দলের মিডল অর্ডারের কথা বলতে গেলে তিনি নিজের সাথে আরও দুইজন তারকা ব্যাটসম্যানকে অন্তর্ভুক্ত করেছেন, তারা দুজনই ব্যাটসম্যান সূর্যকুমারের খুব ভাল বন্ধু। মিডল অর্ডারের জন্য একদিকে বিরাট কোহলি ও অন্যদিকে এবি ডি ভিলিয়ার্সকে বেছে নিয়েছেন তিনি। নিঃসন্দেহে বলা যায় এই তিনজন যে দলে থাকবেন সেই দলের মিডল অর্ডারের শক্তি অনেক বেড়ে যাবে।

এরপরে দুই পেসার অলরাউন্ডার হিসাবে ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া এবং দক্ষ ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল-কে নিজের দলে জায়গা দিয়েছেন সূর্য। তার দলে মোট চার অলরাউন্ডার জায়গা পেয়েছে। ফলে ব্যাটিং গভীরতা বেড়েছে। এরপরে দুজন স্পিনার অলরাউন্ডার হলেন রবীন্দ্র জাদেজা ও রশিদ খান। সেই সঙ্গে দুজন পেসার হিসাবে ভারতের সেরা পেস-বোলিং জুটি মহম্মদ শামি এবং যশপ্রীত বুমরা-কে রেখেছেন সূর্যকুমার।

Who will replace Shami and Jadeja?
Who will replace Shami and Jadeja?

প্রথম একাদশটি অনেকটা এইরূপ: রোহিত শর্মা (অধিনায়ক), জস বাটলার (উইকেটরক্ষক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, এবি ডিভিলিয়ার্স, হার্দিক পান্ডিয়া, আন্দ্রে রাসেল, রবীন্দ্র জাদেজা, রশিদ খান, মহম্মদ শামি, যশপ্রীত বুমরা।

X