অস্ট্রেলিয়ার মাটিতে এই বিস্ময়কর কীর্তি গড়া প্রথম ভারতীয় ক্রিকেটারে পরিণত হলেন সূর্যকুমার যাদব

Published On:

বাংলা হান্ট নিউজ ডেস্ক: এশিয়া কাপের ব্যর্থতার পর সূর্যকুমার যাদবকে অনেক সমালোচনা সহ্য করতে হয়েছিল। চলতি বছরে তিনি ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে রয়েছেন। কিন্তু বড় প্রতিযোগিতায় বড় দলের বিরুদ্ধে রান করতে বারংবার ব্যর্থ তিনি! এই অভিযোগ তার বিরুদ্ধে তুলছিলেন ভারতীয় দলের সমর্থকরা। সত্যি সত্যিই এশিয়া কাপে পাকিস্তান, শ্রীলঙ্কার মতো দলগুলির বিরুদ্ধে রান করতে ব্যর্থ হয়েছেন তিনি।

কিন্তু চলতে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিন্দুকদের আপাতত কিছুটা শান্ত করতে পেরেছেন সূর্যকুমার। ব্যাট হাতে তিনি যেমন নেদারল্যান্ডস এবং জিম্বাবোয়ের বিরুদ্ধে বড় রান করেছেন, ঠিক তেমনি দলের বাকি সকলে যখন ব্যর্থ হয়েছিলেন দক্ষিণ আফ্রিকার পেস বোলিং এর বিরুদ্ধে তখন একা কুম্ভ হয়ে ভারতীয় ব্যাটিং লাইনআপকে টেনেছিলেন স্কাই।

চলতি বিশ্বকাপের সুপার ১২ পর্যায় থেকে তিনি এখন দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। তার সামনে শুধু রয়েছেন তারই দলের বিরাট কোহলি। এখনো অবধি ব্যাট হাতে তিনটি অর্ধশতরান করে ফেলেছেন স্কাই। সেমিফাইনালে ভারতকে জয় পেতে হলেও অনেকটা নির্ভর করতে হবে সূর্যকুমার যাদবের ব্যাটের উপর। চলতি বছরে ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে শতরান করে এসেছেন সূর্য। তাই সেমিফাইনালে তাকে নিয়ে আশাবাদী না হওয়ার কারণ নেই।

এদিকে অস্ট্রেলিয়ার মাটিতে চলতে বিশ্বকাপে এমন একটি কীর্তি করে ফেলেছেন সূর্যকুমার, যা আগে কোন ভারতীয় ক্রিকেটার করে দেখাতে পারেননি। ভারতীয় ব্যাটার হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে তিনটি অর্থশোধন করেছেন সূর্যকুমার এবং সেই তিনটি অর্থশতরানই ছিল ১৫০-এর বেশি স্ট্রাইক রেট সহ। তিনি কতটা ভালো ফর্মে রয়েছেন সেটা বোঝানোর জন্য এই একটা পরিসংখ্যানই যথেষ্ট।

সূর্যকুমার যাদবের চলতি বিশ্বকাপের অর্ধশতরানগুলি:

  • বনাম নেদারল্যান্ডস: ৫১* (২৫), স্ট্রাইক রেট: ২০৪
  • বনাম দক্ষিণ আফ্রিকা: ৬৮ (৪০), স্ট্রাইক রেট: ১৭০
  • বনাম জিম্বাবোয়ে: ৬১* (২৫), স্ট্রাইক রেট: ২৪৪

সম্পর্কিত খবর

X