মিটে গেল BCCI-এর বড় চিন্তা! কথা রেখে বিশ্বকাপের আগে ভারতীয় দলকে বড় উপহার দ্রাবিড়ের

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (India vs Australia) ওডিআই সিরিজ আরম্ভ হওয়ার আগে থেকে তার চূড়ান্ত সমালোচনা হচ্ছিল। কম সুযোগ তাকে দেওয়া হয়নি এই ফরম্যাটে। কিন্তু কোন কারনে এশিয়া কাপ অবধি যতগুলো সুযোগ পেয়েছেন প্রত্যেকটাতেই কিছু করে দেখাতে ব্যর্থ হয়েছিলেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। কিন্তু সেই চিত্রটা বদলে গেল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজের প্রথম দুটি ম্যাচে।

প্রথম ম্যাচে ভারতীয় দল রান তাড়া করতে নেমেছিল। টার্গেট খুব একটা বড় ছিল না। কিন্তু একসময় পরপর উইকেট হারিয়ে কিছুটা চাপ তৈরি হয়েছিল ভারতের ওপর। সেই সময় মাঠে আসেন সূর্যকুমার যাদব। লোকেশ রাহুল একদিকে ভারতীয় ইনিংসের হাল ধরেছিলেন। উল্টো দিক থেকে আগ্রাসনের নীতি বেছে নেন স্কাই।

প্রথম ওডিআই-টিতে শেষ অবধি ক্রিজে থাকতে পারেননি তিনি। কিন্তু ৪৯ বলে ৫০ রানের একটি ইনিংস খেলে ভারতকে জয়ের দোরগোড়ায় দাঁড় করিয়ে দিয়ে এসেছিলেন। কিন্তু দ্বিতীয় ওডিআই ম্যাচে টসে জিতে লোকেশ রাহুল প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেওয়ার পর যখন ব্যাট করতে নামলেন সূর্যকুমার তখন ভারত বড় রানের দিকে এগোতে শুরু করে দিয়েছে।

আরও পড়ুন: প্রত্যাবর্তনে অনবদ্য শতরান! বিশ্বকাপের আগে BCCI-এর মন জিতে নিলেন শ্রেয়স আইয়ার

প্রথম কয়েকটা বল সময় নিয়ে তারপর আক্রমণ শুরু করলেন সূর্যকুমার। আর যখন স্কাই আক্রমণ শুরু করে তখন তাকে আর থামানো যায়নি। ক্যামেরন গ্রিনের একটি ওভারে পরপর চারটি ছক্কা মারতে দেখা যায় তাকে। শেষপর্যন্ত ম্যাচের শেষ বল অবধি ক্রিজে থেকে ৩৭ বলে ৭২ রানের একটি অসাধারণ ইনিংস খেলে অস্ট্রেলিয়ার সামনে ৪০০ রানের একটি টার্গেট সেট করতে সাহায্য করেন তিনি। বিশ্বকাপের আগে তার এই ইনিংস থেকে ভারতীয় দলের যে বা যারা স্কাইয়ের খারাপ সময় তার ওপর ভরসা রেখেছিল তারা সন্তুষ্ট হবেন। আর এই তালিকায় সবার আগে আসবে কোচ রাহুল দ্রাবিড়ের নাম। সকলে সমালোচনা করলেও তিনি সূর্যকুমারের ওপর ভরসা রেখে গিয়েছিলেন। বলেছিলেন টি-টোয়েন্টি ফরম্যাটে যে যোগ্যতা তিনি দেখিয়েছেন সেটা ওডিআই ফরম্যাটেও দেখাতে পারবেন স্কাই। এই ওডিআই সিরিজে সেই কথাই সত্যি প্রমাণিত হয়েছে।

dravid suryakumar

ভেঙেছেন কোহলির রেকর্ড:
এতদিন অবধি বিরাট কোহলির নামের পাশে একটি বিশেষ রেকর্ড ছিল। অজিদের বিরুদ্ধে ওডিআই ফরম্যাটে ভারতীয়দের মধ্যে দ্রুততম অর্ধশতরান করার রেকর্ডটি প্রাক্তন ভারতীয় অধিনায়ক নিজের নামেই ধরে রেখেছিলেন। তিনি ওই কাজটা করেছিলেন ২৭ বলে। কিন্তু আজ স্কাই হাফসেঞ্চুরি করলেন ২৪ বলে। সেইসঙ্গে ওডিআই ফরম্যাটে মনে রাখার মতন একটা কীর্তি করে দেখালেন এই তারকা ব্যাটার।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর