বাংলা হান্ট নিউজ ডেস্ক: চলতি মরশুমটা একেবারেই ভালো যায়নি মুম্বাই ইন্ডিয়ান্সের। প্রথম ম্যাচ থেকে শুরু করে টানা ৮ টি ম্যাচে হারের মুখোমুখি হতে হয়েছিল আইপিএল ইতিহাসের সবচেয়ে সফল দলকে। রোহিত শর্মার অধিনায়কত্ব নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছিল। কিন্তু টিম ডেভিড এবং রিলে মেরডিথ দলে আসার পর পরিস্থিতি একটু ঠিক হয়েছিল। প্লে অফে ওঠার আশা না থাকলেও শেষ কিছু ম্যাচে ভালো ফল করে মরশুম ভালোভাবে শেষ করার চেষ্টা করছিল তারা। কিন্তু ফের একটা খারাপ খবর মুম্বাই ইন্ডিয়ান্স ভক্তদের চিন্তার কারণ হয়ে দাঁড়ালো।
মুম্বাই ইন্ডিয়ান্সের তারকা ব্যাটার সূর্যকুমার যাদব চোটের কারণে আইপিএল ২০২২-এর বাকি অংশ থেকে ছিটকে গেলেন। অফিসিয়াল বিবৃতি দিয়ে এই খবর জানানো হয়েছে। তার বাঁ হাতের কব্জির চোটের কারণে তিনি অনির্দিষ্টকালের জন্য মাঠে নামতে পারবেন না। ৬ই মে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ম্যাচে এই চোট পেয়েছিলেন স্কাই। এই চোটের পর তিনি ভারতের হয়ে আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজে মাঠে নামতে পারবেন কিনা সেই নিয়েও দেখা গিয়েছে অনিশ্চয়তা।
চলতি মরশুমটা মুম্বাই ইন্ডিয়ান্সের অত্যন্ত খারাপ কাটলেও সূর্যুকুমার যাদব দুরন্ত ফর্মে ছিলেন। ৮ ম্যাচ খেলে তিনি ৪৩.২৯ গড়ে ৩ টি অর্ধশতরান সহ ৩০৩ রান করেছিলেন। আর কোনও মুম্বাইয়ের ব্যাটার এত ধারাবাহিক ভাবে পারফরম্যান্স দিতে পারেননি।
প্রসঙ্গত কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে এই মুহূর্তে সূর্যকুমার যাদবকে ছাড়াই মাঠে নেমেছে মুম্বাই ইন্ডিয়ান। প্রতিবেদনটি লেখার সময় প্রথমে ব্যাট করতে নামা কলকাতার স্কোর ১৭ ওভার শেষে পাঁচ উইকেট হারিয়ে ১৫৬।