বাংলা হান্ট নিউজ ডেস্কঃ বিশ্বকাপ (2023 ODI World Cup) ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (India vs Australia) হারের ধাক্কা এখনো কাটিয়ে উঠতে পারেনি ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। একই অবস্থা বিশ্বকাপে অংশগ্রহণ করা ভারতীয় দলের (Indian Cricket Team) বাকি সিনিয়র এবং তারকা ক্রিকেটারদের। তাই ভারতের দক্ষিণ আফ্রিকা সফরের (India tour of South Africa) জন্য যে ওডিআই দল ঘোষণা করা হয়েছে তাতে বিশ্বকাপের থেকে মাত্র তিনজন জায়গা পেয়েছেন। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো যে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) উপর দীর্ঘদিন ধরে ভরসা করার কথা বলা হচ্ছিল তাকে দল থেকে সরিয়ে জায়গা দেওয়া হয়েছে রিঙ্কু সিংকে (Rinku Singh)। রোহিত শর্মা এই মুহূর্তে ওডিআই ও টি-টোয়েন্টি ফরম্যাটের সঙ্গে যুক্ত থাকছেন না ঠিকই। কিন্তু স্কোয়াড নির্বাচনের এই সিদ্ধান্তগুলি নির্বাচকরা তার সঙ্গে আলোচনা করেই নিয়েছেন বলে শোনা যাচ্ছে।
সূর্যাস্ত ঘটে রিঙ্কুদয়:
গোটা বিশ্বকাপে একেবারেই নিজের প্রতিভার প্রতি সুবিচার করতে পারেননি সূর্যকুমার। ইংল্যান্ডের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ ৪৯ রানের ইনিংস বাদ দিলে দরকারের সময় তাকে ব্যর্থ হতেই দেখা গিয়েছে। অপরদিকে টি-টোয়েন্টি ফরম্যাটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই মুহূর্তে চলতে থাকা সিরিজের ফিরেই ব্যাট হাতে তিনি নিজের চিরপরিচিত ছন্দে ব্যাটিং করছেন। অনেকেই মনে করছেন যে ভারতীয় টিম ম্যানেজমেন্ট এবার ওডিআই ফরম্যাটে তার সাফল্য পাওয়ার আশা ছেড়ে দিয়েছেন। তার বদলে রিঙ্কুকে ভবিষ্যতের ফিনিশার হিসাবে তৈরি করে নিতে চায় বিসিসিআই। ঘরোয়া ক্রিকেট আইপিএল এবং ভারতীয় দলের হয়ে টি-টোয়েন্টি ফরম্যাটের ধারাবাহিকতার সঙ্গে নিজের কাজটা করে চলেছেন রিঙ্কু। তার ঠান্ডা মাথায় ম্যাচ ফিনিশ করে আসার দক্ষতা দেখে অনেকেই তাকে এখন থেকে ধোনির সঙ্গে তুলনা করতে শুরু করে দিয়েছেন এবার ওডিআই ফরম্যাটে তিনি নিজের প্রতিভার প্রতি সুবিচার করতে পারেন কিনা সেদিকে নজর থাকবে সকলের।
ভারতের ওডিআই স্কোয়াড:
রুতুরাজ গায়কোয়াড, সাই সুদর্শন, তিলক ভার্মা, রজত পতিদার, রিঙ্কু সিং, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল [অধিনায়ক ও উইকেটরক্ষক], সঞ্জু স্যামসন [উইকেটরক্ষক], অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, মুকেশ কুমার, আবেশ খান, অর্শদীপ সিং
আরও পড়ুন: মুম্বাই ইন্ডিয়ান্সে ফিরলেন হার্দিক! সুযোগ বুঝে রোহিতের হাত বড় অস্ত্র ছিনিয়ে নিলো কোহলির RCB
ভারতের টেস্ট স্কোয়াড:
রোহিত শর্মা [অধিনায়ক], শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, রুতুরাজ গায়কোয়াড, ঈশান কিষাণ [উইকেটরক্ষক], লোকেশ রাহুল [উইকেটরক্ষক], রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার, মহম্মদ শামি, যশপ্রীত বুমরা [সহ-অধিনায়ক], প্রসিদ্ধ কৃষ্ণ
আরও পড়ুন: শামিকে নিয়ে চরম খারাপ খবর শোনালো BCCI! মাথায় হাত রোহিত শর্মার
ভারতের টি-টোয়েন্টি স্কোয়াড:
যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, রুতুরাজ গায়কোয়াড, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব [অধিনায়ক], রিঙ্কু সিং, শ্রেয়স আইয়ার, ঈশান কিষাণ [উইকেটরক্ষক], জিতেশ শর্মা [উইকেটরক্ষক], রবীন্দ্র জাদেজা [সহ-অধিনায়ক], ওয়াশিংটন সুন্দর, রবি বিশ্নই, কুলদীপ যাদব, অর্শদীপ সিং, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার, দীপক চাহার