সচিনের কীর্তির পাশাপাশি নিজেকে প্রতিষ্ঠা করলেন সূর্যকুমার যাদব, স্তম্ভিত ক্রিকেট দুনিয়া

বাংলা হান্ট নিউজ ডেস্ক: সকলেই ক্রিকেটভক্তই হয়তো একটি ব্যাপারে একমত হবেন যে গত কয়েক মাসে ভারতীয় দলের সবচেয়ে ধারাবাহিক ব্যাটার হচ্ছেন সূর্যকুমার যাদব। মুহূর্তে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ খেলতে ভারত। সিরিজের প্রথম ম্যাচে তিরুবনন্তপুরম দুর্দান্ত জয় পেয়েছে রোহিত শর্মারা। সেই ম্যাচে ভারতের জয়ের ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছেন সূর্যকুমার।

যে পিচে ব্যাট করতে গিয়ে বাকি ক্রিকেটাররা ফাস্ট বোলিংয়ের সামনে কেঁপে গিয়েছেন সেই পিচেই যেন আশ্চর্য রকমের স্বচ্ছন্দ ছিলেন স্কাই। তিরুবনন্তপুরমে প্রথম ম্যাচে মাত্র দুজন ক্রিকেটার ১০০-এর বেশি স্ট্রাইক রেট সহ ব্যাট করতে পেরেছেন (নূন্যতম ১০ রান)। তারা হলেন কেশব মহারাজ ও সূর্যকুমার। তাদের মধ্যে সূর্যকুমার যাদব অর্ধশতরান করেছেন দেড়শোর বেশি স্ট্রাইক রেট সহ ব্যাটিং করে। এর থেকেই বোঝা যায় তিনি কতটা ভালো ফর্মে রয়েছেন।

Sky kohli

ভারতীয় ক্রিকেটে সচিন টেন্ডুলকারের দুটি কীর্তি রয়েছে যা সকল ক্রিকেটারের কাছেই ঈর্ষণীয়। তিনি ভারতীয়দের মধ্যে টেস্ট ও ওডিআই ফরম্যাটে এক ক্যালেন্ডার বর্ষে সর্বোচ্চ রান করার রেকর্ডটি এখনো নিজের নামেই রেখেছেন। ২০১০ সালে তিনি টেস্টে ১৫৬২ রান করেছিলেন এবং ১৯৯৮ সালে তিনি ওডিআই ফরম্যাটে ১৮৯৪ রান করেছিলেন। ওই দুই ফরম্যাটে এখনো নিজেকে প্রতিষ্ঠিত করতে না পারলেও টি-টোয়েন্টিতে এক ক্যালেন্ডার বর্ষে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ রান করার রেকর্ড করে ফেলেছেন সূর্যকুমার যাদব।

চলতি বছরে অসাধারণ ক্রিকেট খেলে তিনি এখনও অবধি টি-টোয়েন্টি ক্রিকেটে ৭৩২ রান করে ফেলেছেন। চলতি বছরে এখনও কমপক্ষে তিনি ৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার সুযোগ পাবেন। তাই আশ্চর্য হওয়ার কিছু থাকবে না যদি তিনি বৎসারান্তে ১০০০ রানের গন্ডি অতিক্রম করে যান।

সূর্যকুমার যাদব আরও একটি বড় মাইলফলক ছুঁয়েছেন সম্প্রতি। এর আগে এক ক্যালেন্ডার বর্ষে টি-টোয়েন্টি ফরম্যাটে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড ছিল পাকিস্তানের তারকা ওপেনার এবং উইকেট রক্ষক মহম্মদ রিজওয়ানের নামে। তিনি ২০২১ সালে এক ক্যালেন্ডার বর্ষে ৪২ টি টি-টোয়েন্টি ছক্কা মেরেছিলেন। চলতি বছরে সূর্যকুমার যাদব তার চেয়ে পাঁচটি ম্যাচ কম খেলে ইতি মধ্যে ৪৫ টি ছক্কা মেরেছেন এবং এখনো তিন মাসে প্রচুর টি-টোয়েন্টি ক্রিকেট খেলবেন তিনি।

Reetabrata Deb

সম্পর্কিত খবর