একাই লড়লেন রশিদ, গুজরাটকে লজ্জার হাত থেকে বাঁচালেও সূর্যর মুম্বাই পেলো স্মরণীয় জয়  

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ রশিদ খান (Rashid Khan) একাই লড়লেন, বোলিং হোক বা ব্যাটিং গুজরাট টাইটান্সের (Gujrat Titans) অন্য কোনও তারকা তাকে সঙ্গ দিতে পারলেন না। বল হাতে তুললেন ৪ উইকেট। ব্যাট হাতে ৩২ বলে করলেন অপরাজিত ৭৯ রান। কিন্তু তা সত্ত্বেও রোহিত শর্মার (Rohit Sharma) মুম্বাই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) কাছে ২৭ রানের ব্যবধানে হারতে হলো গতবারের চ্যাম্পিয়নদের। আর এই জয়ের সবচেয়ে বড় কৃতিত্ব দাবি করেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)।

শুধুমাত্র আগ্রাসনের সাথে ব্যাটিং করাটাই শেষ কথা নয়। সূর্যকুমার যাদব ঝুঁকি নিয়ে যেই শটগুলো খেলছেন সেগুলি বিশ্ব ক্রিকেটে এবি ডিভিলিয়ার্স ছাড়া আর কোনও ক্রিকেটার নিয়মিতভাবে খেলেছেন কিনা সেই নিয়ে প্রশ্ন উঠেই যায়। যেভাবে তিনি গুড লেংথের বলকে অতি অনায়াসে থার্ডম্যান এর উপর দিয়ে ছক্কা মারছেন তা এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটে অবসর না নেওয়া তারকাদের মধ্যে কতজন করে দেখাতে পারবেন সেই নিয়ে সন্দেহ থেকেই যায়।

surya kumar yadav

শেষপর্যন্ত ১১ টি চার এবং ৬ টি ছক্কা সহ ৪৯ বলে ১০৩ রান করে অপরাজিত থাকেন তিনি। আজ অবশ্য সূর্যকুমার যাদব ছাড়া মুম্বাইয়ের বাকি ব্যাটাররাও যথেষ্ট ভালো ব্যাটিং করেছেন। রোহিত শর্মা (২৯) এবং ঈশান কিষান (৩১) পাওয়ার প্লে চলাকালীন ঝোড়ো ব্যাটিং করেছিলেন। এরপর নেহাল ওয়াদেরা (১৫), বিষ্ণু বিনোদও (৩০) আগ্রাসী ব্যাটিং করেছেন। সব মিলিয়ে শেষ পর্যন্ত ২০ ওভারে ২১৯ রানের টার্গেট গুজরাটের সামনে তুলে ধরতে পেরেছিল মুম্বাই।

আজ প্রশংসা প্রাপ্য রশিদ খানেরও। তিনি অসাধারণ বোলিং করে নিজের ৪ ওভারে মাত্র ৩০ রান দিয়ে ৪ টি গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন। কিন্তু শামি, জোসেফ, মোহিতরা কার্যত খড়-কুটোর মতো উড়ে গিয়েছেন মুম্বাইয়ের ব্যাটিংয়ের আক্রমণের সামনে। অনেকেই দাবি করছেন যে আজ লড়াইটা হয়েছে শুধুমাত্র রশিদ খানের বিরুদ্ধে গোটা মুম্বাই দলের।

রান তাড়া করতে নেমে গোটা গুজরাট টপ অর্ডার আজকে ব্যর্থ হয়। ডেভিড মিলার (৪১) ও বিজয় শঙ্কর (২৯) কিছুটা চেষ্টা করেছিলেন। কিন্তু পীযুষ চাওলা (২/৩৬) বা আকাশ মাধোয়াল (৩/৩১) অসাধারণ বোলিং করে অর্ধেক ইনিংস গড়ানোর আগেই গুজরাটের জয়ের সম্ভাবনা শেষ করে দেয়। ১২ ওভারের মধ্যেই ১০০ রান তুলতে গিয়ে ছয় উইকেট হারিয়ে ফেলেছিল গুজরাট। কিন্তু তারপর চলে শুধুমাত্র রশিদ খানের ঝড়। ব্যাটিং করতে পারতেন এটা সকলেই জানেন। কিন্তু আজ তিনি প্রমাণ করে দিলেন অনেক টপ অর্ডার ব্যাটারের চেয়েও তিনি বেশি ভালো ব্যাটার। তিনটি চার এবং দশটি ছক্কা মেরে তিনি নিজের দলকে বড় ব্যবধানে হারের হাত থেকে বাঁচান। আজ তিনি টি-টোয়েন্টি ক্রিকেটে নিজের ৫৫০ তম উইকেটটিও পেয়েছেন যে কৃতিত্ব আগে টি-টোয়েন্টিতে ডোয়েইন ব্র্যাভো ছাড়া আর কারোর ছিল না।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর