সুশান্ত সিং মামলায় রিয়া চক্রবর্তী সমেত ছয় জনের বিরুদ্ধে FIR দায়ের করল CBI

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ CBI সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মামলায় রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty), ইন্দ্রজিৎ চক্রবর্তী, সন্ধ্যা চক্রবর্তী, সৌভিক চক্রবর্তী, স্যামুয়েল মিরান্ডা, শ্রুতি মোদী এবং আরও অন্যানের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। উশান্ত সিং রাজপুত মামলায় আজ সিবিআই তদন্তের জন্য কেন্দ্র সরকার বিজ্ঞপ্তি জারি করেছিল। সিবিআই এর এক আধিকারিক জানান, তদন্তকারী সংস্থা অভিনেতা সুশান্ত সিং এর মামলায় বিহার পুলিশের সাথে যোগাযোগ করছে।

আরেকদিকে, এই মামলার তদন্ত করতে মুম্বাইয়ে যাওয়া তদন্তকারী আধিকারিক সমেত বিহার পুলিশের চার আধিকারিক বিহারে ফিরেছেন। ফেরার পর সবাই আইজিপি দফতরে রিপোর্ট দিয়েছেন। আরেকদিকে শোনা যাচ্ছে যে, বৃহস্পতিবার সিবিআই এর টিম বিহার পুলিশের কাছ থেকে সুশান্ত মামলার কিছু নথি চেয়েছে। আরেকদিকে, আজ হাই কোর্টে দিশা সালিয়ান আর সুশান্ত সিং মামলার একে অপরের সাথে যুক্ত থাকা নিয়ে একটি পিটিশন দাখিল করা হয়েছে।

 

সুশান্ত সিং এর মামলার তদন্ত করা বিহার পুলিশের পাঁচ আধিকারিক আজ মুম্বাই থেকে বিহারে ফিরেছেন। আরেকদিকে, বিহার পুলিশের আইপিএস আধিকারিক বিনয় তিওয়ারি এখনো মুম্বাইতে কোয়ারেন্টিনে আছেন। ফেরার পর বিহার পুলিশের সমস্ত তদন্তকারী আধিকারিকরা আইজিপি দফতরে রিপোর্ট পেশ করেছেন।

বিহার থেকে ফেরত আসা আধিকারিকরা জানান, এই কাজ করা খুবই মুশকিল ছিল। সিনিয়র আধিকারিকদের সম্পূর্ণ সাপোর্ট থাকার কারণে আমরা এই কাজ করতে পেরেছি। আমরা তদন্তে যেই তথ্য পেয়েছি, সেগুলো সিবিআই এর অনেক সাহায্য করবে।

সম্পর্কিত খবর

X