খুনের প্ররোচনার প্রমাণ নেই, রিয়াকে ক্লিনচিট, সিবিআই রিপোর্টকে চ্যালেঞ্জ সুশান্তের পরিবারের

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : ২০২০ থেকে ২০২৫, ৫ বছর অতিক্রান্ত সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যুর পর। কিন্তু তাঁর ‘রহস্যমৃত্যু’ নিয়ে চর্চা আজও অব্যাহত। অভিনেতার মৃত্যুর পরেই মূল অভিযুক্ত হিসেবে প্রেমিকা রিয়া চক্রবর্তীকে গ্রেফতার করে সিবিআই। এক মাস জেলেও কাটান তিনি। যদিও তারপরে এই পাঁচ বছরে টানা তদন্তে সিবিআই রিপোর্ট দিয়েছে সুশান্তের (Sushant Singh Rajput) মৃত্যুর কারণের। খুনের তত্ত্ব খারিজ করে আত্মহত্যার কারণকেই মান্যতা দিয়েছে সিবিআই। আর এবার রিয়াকেও ‘ক্লিনচিট’ দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এদিকে সুশান্তের মৃত্যু মামলার সঠিক তদন্ত চেয়ে ফের অন্য পদক্ষেপ নিতে চলেছে তাঁর পরিবার।

কী বলা হয়েছে সুশান্ত (Sushant Singh Rajput) মামলার সিবিআই রিপোর্টে?

এর আগেই এই মামলায় ক্লোজার রিপোর্ট জমা দিয়েছে সিবিআই, যেখানে স্পষ্ট জানানো হয়েছিল, সুশান্তকে (Sushant Singh Rajput) আটকে রাখার বা আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার কোনও কোনও প্রমাণ মেলেনি তদন্তে। তখনই রিয়াকেও ক্লিনচিট দেয় সিবিআই। কিন্তু অভিনেতার পরিবারের তরফে আবারও আপত্তি প্রকাশ করা হয়েছে।

Sushant Singh Rajput family is going against of cbi report

আপত্তি করেছে সুশান্তের পরিবার: এই রিপোর্ট তাঁরা মানেন না, এমনটাই স্পষ্ট জানিয়েছেন সুশান্তের (Sushant Singh Rajput) পরিবার। এই রিপোর্টকে চ্যালেঞ্জ করে নতুন পদক্ষেপ নেবেন জানিয়েছেন তাঁরা। প্রয়াত অভিনেতার পরিবারের আইনজীবী আরও বলেন, সিবিআই যদি সত্যিই তদন্তের ফলপ্রকাশ করতে চাইত তাহলে ক্লোজার রিপোর্টের সঙ্গেই সমস্ত নথি প্রকাশ করত। কিন্তু তেমনটা করা হয়নি। তাই এবার সিবিআইয়ের এই রিপোর্টের বিরুদ্ধে তাঁরা পদক্ষেপ নেবেন বলেই জানিয়েছেন সুশান্তের (Sushant Singh Rajput) পরিবারের আইনজীবী।

আরও পড়ুন : দুর্ঘটনা থেকেই শিক্ষা, ভিড় নিয়ন্ত্রণে উৎসবের মরশুমে ১২ হাজার স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত রেলের

সুশান্তের মৃত্যু নিয়ে বিতর্ক: ২০২০ সালের ১৪ জুন প্রয়াত হন সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput)। বান্দ্রায় ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছিল তাঁর দেহ। প্রথমে অভিযোগ উঠেছিল খুন করা হয়েছিল সুশান্তকে। তার কিছুদিন পরেই গ্রেফতার করা হয় রিয়াকে। বিষয়টি নিয়ে সেসময় তীব্র বিতর্ক হয়েছিল।

আরও পড়ুন : সরকারি ভর্তুকি নয়, রোগীর অর্থেই চলবে হাসপাতাল, SSKM-এর অনন্য ওয়ার্ডে ‘স্বনির্ভর’ মডেল

সুশান্ত মামলায় যোগ হয়েছিল মাদক মামলা। নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর সমন পেয়েছিল বলিউডের একটা বড় অংশ। যদিও পাঁচ বছরে বিতর্ক অনেকটাই স্তিমিত হয়েছে সুশান্ত মামলার বিতর্ক।