বাংলাহান্ট ডেস্কঃ সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) আত্মহত্যার খবরটা এখনও মেনে নেওয়া কঠিন তাঁর পরিবার ও অনুরাগীদের কাছে। গোটা দেশ কার্যত শকড এই এই তারকার অকালমৃত্যুতে। ৩৪ বছরেই পাহাড়প্রমাণ খ্যাতি,এত ভক্তের ভালোবাসা, পরিবার, উজ্বল ভবিষ্যত-সবকিছু অচিরেই ছেড়ে কেন আত্মহননের মতো চরম সিদ্ধান্ত সুশান্ত নিলেন বুঝে উঠতে পারছেন না কেউই! অভিনেতা চলে যাওয়ার পরে তাঁকে কেবল ভারতেই স্মরণ করা হচ্ছে না, গোটা বিশ্ব তাকে শ্রদ্ধা জানাচ্ছে।
Sending my deepest condolences on the passing of @its_sushant_fc, a true friend of Israel. You will be missed!
Check out one of the great things that came of his trip to Israel in the link below. #IsraelLooksEast #RIPSushantSinghRajput https://t.co/GM9bjM09XD pic.twitter.com/oukPiMFinh— Gilad Cohen
(@GiladCohen_) June 16, 2020
ইজরায়েল সুশান্তকে তার প্রকৃত বন্ধু মনে করতেন
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর ইজরায়েল (Israel) থেকে তাঁর কাছে একটি বিশেষ বার্তা পাঠানো হয়েছে। যেখানে ইজরায়েল সুশান্তকে তার সেরা বন্ধু হিসাবে বর্ণনা করেছেন। হ্যাঁ, ইজরায়েলের পক্ষে, বিদেশের মন্ত্রকের জেনারেল এবং উপ-পরিচালক গিলাদ কোহেন অভিনেতার স্মরণে একটি বিশেষ বার্তা শেয়ার করেছেন। তিনি টুইট করে লিখেছেন- আমি সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে শোক প্রকাশ করছি। তিনি ছিলেন ইজরায়েল প্রকৃত বন্ধু। আপনি খুব মিস করব ওকে।
এখন সুশান্ত সিং রাজপুত তার ফিলিপ ইন ইজরায়েলের একটি গানের শুটিং করেছিলেন। মাখনার গাওয়ার সময় ইজরায়েলের এই ড্রাইভের কাস্ট উপস্থিত ছিল এই গানে। ইজরাইল এই টুইটটিতে একই গানের একটি লিঙ্কও শেয়ার করেছেন। এই সময়ে, এই টুইটটি সোশ্যাল মিডিয়া ভাইরালও হয়েছে।
উল্লেখ্য, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর জেরে এখন দুইভাগে ভাগ হয়ে গিয়েছে বলিউড। একদল সুশান্তের মৃত্যুর জন্য বলিউডের ‘প্রিভিলেজড ক্লাব’ সদস্যদের দায়ী করেছেন। বলিউডের স্বজনপোষণই দায়ি সুশান্তের মৃত্যুর জন্য-এমনই দাবি উঠছে খোদ বলিপাড়ার অন্দরমহল থেকেই। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে নেবে কোনও উল্লেখযোগ্য সূত্র এখনও অধরা মুম্বই পুলিশের।
এবার বিহারের মুজফফরপুরে সিজিএম আদালতে করণ জোহর,সলমন খান, একতা কাপুর, সঞ্জয় লীলা বনশালিসহ আট বলিউড ব্যক্তিত্বের বিরুদ্ধে মামলা দায়ের করলেন সুধীর কুমার ওঝা নামের এক আইনজীবী। আত্মহত্যায় প্ররোচনা দেওয়া সহ ভারতীয় দণ্ডবিধির ,১০৯,৫০৪,৫০৬ নম্বর ধারায় মামলা দায়ের করেছেন আইনজীবী।