এখনো শেষ হয়নি তদন্ত, তার আগেই বড়পর্দায় মুক্তি পাচ্ছে সুশান্তের জীবনী

Published On:

বাংলাহান্ট ডেস্ক: সুশান্ত সিং রাজপুতের (sushant singh rajput) আকস্মিক মৃত‍্যুর পর কেটে গিয়েছে দীর্ঘ আট মাস। এখনো জানা যায়নি অভিনেতার রহস‍্য মৃত‍্যুর কারণ। সিবিআই এখনো তদন্ত চালিয়ে যাচ্ছে সুশান্তের মৃত‍্যু নিয়ে। তবে আত্মহত‍্যা বা খুন কোনো সম্ভাবনাই উড়িয়ে দিচ্ছে না সিবিআই।

এবার তদন্তের ফলাফল বেরোনোর আগেই মুক্তি পেতে চলেছে সুশান্তের জীবন (biopic) নিয়ে তৈরি ছবি। পরিচালক দিলীপ গুলাটির পরিচালনায় মুক্তি পাচ্ছে ‘ন‍্যায়: দ‍্য জাস্টিস’। জানা গিয়েছে ইতিমধ‍্যেই শেষ হয়ে গিয়েছে ছবির শুটিং। চলতি বছরের এপ্রিলেই সম্ভবত মুক্তি পেতে পারে ছবিটি।


আগেই জানা গিয়েছিল, সুশান্তের জীবনী নিয়ে তৈরি হচ্ছে ছবি। ছবিতে সুশান্তের চরিত্রে অভিনয় করছেন জুবের খান। রিয়া চক্রবর্তীর চরিত্রে অভিনয় করছেন শ্রেয়া শুক্লা। জানা গিয়েছে, ছবিতে সুশান্তের জীবন থেকে অনুপ্রাণিত চরিত্রের নাম হতে চলেছে মহেন্দ্র সিং ওরফে মাহি। রিয়া চক্রবর্তী থেকে অনুপ্রাণিত চরিত্রের নাম উর্বশী। জুবের আরও জানিয়েছেন, ছবিতে সারা আলি খান, কৃতি সাননের থেকে অনুপ্রাণিত চরিত্রও রয়েছে।

তবে এখনো যেহেতু সুশান্ত মামলায় তদন্ত শেষ হয়নি তাই সেই বিষয়টি চিত্রনাট‍্যে দেখানো হবে না। জুবের আরো জানান, সুশান্তের সঙ্গে তিনি একই জিমে যেতেন। তাই সুশান্তের চরিত্রে অভিনয় করতে তেমন অসুবিধা হয়নি তাঁর। এর আগেই প্রয়াত অভিনেতার পরিবারের তরফে জানানো হয়েছিল কোনো বায়োপিক তৈরি করতে অনুমতি নিতে হবে তাদের। তবে এই ছবির জন‍্য অনুমতি নেওয়া হয়েছে কিনা তা জানা যায়নি।

অপরদিকে খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে রিয়া চক্রবর্তীর আগামী ছবি ‘চেহরে’। সংবাদ মাধ‍্যম সূত্রে খবর, রিয়ার আগামী ছবিতে অমিতাভ বচ্চন ও ইমরান হাশমিকেও দেখা যাবে। রিয়া বিতর্কের পর ছয় মাস কেটে যাওয়ায় এখন এই ছবির মুক্তি নিয়ে মরিয়া হয়ে উঠেছেন নির্মাতারা। জানা গিয়েছে, OTT প্ল‍্যাটফর্মে ছবি মুক্তির সম্মতি আদায়ের জন‍্য মোটা টাকাও নির্মাতাদের দিয়েছে ডিজনি প্লাস হটস্টার। রিয়াকে ঘিরে যে চরম বিতর্ক তৈরি হয়েছিল তার ফায়দাই যে এখন লুটতে চাইছেন সকলে তা বলাই বাহুল‍্য।

X