বাংলাহান্ট ডেস্ক: বাবার সঙ্গে ভাল সম্পর্ক ছিল না সুশান্ত সিং রাজপুতের (sushant singh rajput)। অভিনেতার মা মারা যাওয়ার পরেই দ্বিতীয় বিয়ে করেন তাঁর বাবা কে কে সিং। এই কারনেই বাবার থেকে দূরে সরে যান সুশান্ত। সম্প্রতি এমনই বিষ্ফোরক মন্তব্য করেন শিবসেনা (shiv sena) নেতা সঞ্জয় রাউত (sanjay raut)। নেতার এই মন্তব্যের পরই ক্ষুব্ধ হয়েছেন সুশান্তের পরিবার। ক্ষমা না চাইলে সঞ্জয় রাউতের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও বলেছেন তারা।
সঞ্জয় রাউত মন্তব্য করেন, সুশান্তের মা মারা যাওয়ার পর দ্বিতীয় বার বিয়ে করেন কে কে সিং। এরপরেই ধীরে ধীরে বাবার সঙ্গে দূরত্ব বাড়তে থাকে সুশান্তের। বাবার সঙ্গে দেখা করতে অভিনেতা বেশি দেশের বাড়িতে যেতেনও না বলে মন্তব্য করেন সঞ্জয় রাউত। এরপরেই ক্ষোভে ফেটে পড়ে অভিনেতার পরিবার। নিজের মন্তব্যের প্রেক্ষিতে সঞ্জয় রাউত কে কে সিংয়ের কাছে ক্ষমা না চাইলে তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও সাফ জানান সুশান্তের পরিবার।
প্রসঙ্গত, সুশান্তের মৃত্যুর পর বিহার পুলিসের তরফে তদন্ত শুরু হওয়ার পর থেকেই মহারাষ্ট্র ও মুম্বই সরকারের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। এমতাবস্থায় শিবসেনার মুখপত্র ‘সামনা’ তে নীতিশ কুমার সরকারকে একহাত নিয়ে লেখা হয়েছে, ‘সুশান্ত সিং মামলার বিষয়ে বিহার পুলিসের হস্তক্ষেপ করা উচিত নয়। গত কয়েক বছর ধরে সুশান্ত ছিল মুম্বইয়ের বাসিন্দা। মুম্বই গৌরবান্বিত করেছিল সুশান্তকে, বিহার নয়।’
এই প্রসঙ্গে দিল্লিকেও আক্রমণ করেছেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত। তাঁর বক্তব্য, সুশান্তের মৃত্যু নিয়ে বিহারের পাশাপাশি দিল্লিতেও রাজনীতি হচ্ছে। এসবই মহারাষ্ট্র সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র। এখানেই শেষ নয়। এর আগে বিহার পুলিসের ডিজিপি গুপ্তেশ্বর পাণ্ডেকে শোনা গিয়েছে মুম্বই পুলিসের সমালোচনা করতে। এবার তাঁর উদ্দেশে তোপ দেগে সঞ্জয় রাউত বলেন, গুপ্তেশ্বর পাণ্ডে বিজেপি বা JDU এর হয়ে আসন্ন বিহার নির্বাচনে দাঁড়াতে চান। তাই তিনি এসব করছেন বলে অভিযোগ শিবসেনা নেতার।