সুশান্তের স্মৃতিতে ৩৪০০ পরিবারকে অন্নদানের উদ‍্যোগ তাঁর প্রথম ছবির পরিচালকের

Published On:

বাংলাহান্ট ডেস্ক: মাত্র ৩৪ বছর বয়সে চলে গেলেন সুশান্ত সিং রাজপুত (sushant singh rajput)। ফের এক নক্ষত্রপতন হল বলিউডে (bollywood)। এমন এক প্রতিভার অবসানে শোকগ্রস্ত গোটা অভিনয় জগৎ। তাঁর মৃত‍্যুর পর কেটে গিয়েছে একটা গোটা দিন। কিন্তু তাঁর মৃত‍্যু নিয়ে চর্চা এখনও অব‍্যাহত রয়েছে। সোশ‍্যাল মিডিয়ায় তারকাদের ‘মেকি’ শোকপ্রকাশ নিয়ে সরব হয়েছেন অনেকেই।
এরই মাঝে মন ভাল করা খবর শোনালেন সুশান্তের প্রথম ছবির পরিচালক অভিষেক কাপুর ও তাঁর স্ত্রী প্রজ্ঞা কাপুর। প্রয়াত অভিনেতাকে শ্রদ্ধা জানাতে সম্পূর্ণ অন‍্য পথে হেঁটেছেন তাঁরা। ৩৪০০ পরিবারকে অন্নদানের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

সুশান্তের স্মৃতির উদ্দেশ‍্যেই এমন উদ‍্যোগ নিয়েছেন পরিচালক ও তাঁর স্ত্রী। লকডাউন উঠে গেলেও এখনও আর্থিক সমস‍্যায় জর্জরিত বহু পরিবার। এমনই ৩৪০০টি পরিবারের অন্ন সংস্থানের দায়িত্ব নিলেন অভিষেক ও প্রজ্ঞা। প্রজ্ঞার এনজিও এক সাথ: দ‍্য আর্থের মাধ‍্যমে পরিচালনা করা হবে সমগ্র বিষয়টি।

https://www.instagram.com/p/CBftbjYDbMP/?igshid=1i6mf1ql6a73v

সুশান্তের অভিষেক ছবি কাই পো ছে-র পরিচালক ছিলেন অভিষেক কাপুর। তারপর কেদারনাথ ছবিতে ফের জুটি বাঁধেন তাঁরা। অভিনেতার শেষকৃত‍্যেও উপস্থিত ছিলেন অভিষেক ও প্রজ্ঞা। এই উদ‍্যোগের বিষয়ে প্রজ্ঞা জানান, এভাবেই সুশান্তের সৃজনশীলতা, তাঁর কৃতিত্বকে সম্মান জানাতে চান তাঁরা।
অভিনেতার মৃত‍্যুতে সোশ‍্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করেছিলেন অভিষেক। তিনি লেখেন, আমার বন্ধুর প্রয়াণে আমি শোকাহত, মর্মাহত। আমরা একসঙ্গে দুটি সিনেমা করেছিলাম। ও ছিল সহৃদয় ও অসাধারন অভিনেতা। চরিত্র ফুটিয়ে তুলত খুব পরিশ্রম করত। ওর পরিবারকে সমবেদনা জানাই। ওর অভাব অনুভব করব।

X