বাংলাহান্ট ডেস্ক: দীর্ঘ সাত মাস কেটে গিয়েছে সুশান্ত সিং রাজপুতের (sushant singh rajput) মৃত্যুর (death) পর। তিন তিনটি কেন্দ্রীয় সংস্থা অভিনেতার মৃত্যুর তদন্তে নামলেও এখনো রহস্য যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়েছে। সিবিআই এখনো তদন্ত করে চলেছে সুশান্তের আকস্মিক রহস্য মৃত্যুর। খুন বা আত্মহত্যা কোনো সম্ভাবনাই উড়িয়ে দিতে রাজি নয় তারা।
অপরদিকে সুশান্তের মৃত্যুর পরেই বলিউডে মাদক (drugs) মামলা নিয়ে হঠাৎ করেই চূড়ান্ত সক্রিয় হয়ে ওঠে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (NCB)। নিষিদ্ধ মাদক নেওয়ার অভিযোগে গ্রেফতার হতে থাকেন একের পর এক তারকা। দীর্ঘদিন মাদক মামলায় গ্রেফতারির খবর না পাওয়া গেলেও সম্প্রতি ফের নড়েচড়ে বসেছে NCB। আর সেই সঙ্গে মাথাচাড়া দিয়ে উঠেছে বিস্মৃতপ্রায় সুশান্ত মৃত্যু মামলা।
NCBর হাতে গ্রেফতার হয়েছেন সুশান্তের বন্ধু তথা প্রাক্তন সহকারী পরিচালক ঋষিকেশ পাওয়ার (rishikesh pawar)। বেশ কিছুদিন ধরেই NCB আধিকারিকদের সন্দেহের তালিকায় ছিলেন ঋষিকেশ। এর আগেও একাধিক বার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় NCB। এমনকি গ্রেফতারির সম্ভাবনা আঁচ করে আগেভাগেই আদালতে অগ্রিম জামিনের আবেদন জানিয়ে রেখেছিলেন ঋষিকেশ। কিন্তু খারিজ হয়ে যায় তাঁর আবেদন।
গতকাল মঙ্গলবার ফের তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় NCB। ঋষিকেশের উত্তরে সন্তুষ্ট না হওয়াতেই তাঁকে গ্রেফতার করা হয় বলে জানা গিয়েছে। NCB আধিকারিকরা সন্দেহ করছেন, ঋষিকেশ নিষিদ্ধ মাদক সরবরাহ করতেন সুশান্তকে। সেই সঙ্গে আরো নিষিদ্ধ নেশা করার জন্য উৎসাহও যোগাতেন তাঁকে। বাজেয়াপ্ত করা হয়েছে হৃষিকেশের মোবাইল ও ল্যাপটপ।
প্রসঙ্গত, গত বছর ১৪ জুন মুম্বইয়ে বান্দ্রার অ্যাপার্টমেন্ট থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার হয় সুশান্তের দেহ। সিবিআই তদন্ত শুরু হলেও এখনো অভিনেতার মৃত্যুর কারণ জানা যায়নি। তবে শোনা গিয়েছে, এখনো খুন বা আত্মহত্যা কোনো সম্ভাবনাই উড়িয়ে দিতে রাজি নয় সিবিআই। সম্প্রতি গত ২১ জানুয়ারি গিয়েছে মৃত্যুর পর সুশান্তের প্রথম জন্মবার্ষিকী।