নোট উড়িয়ে সেলিব্রেট করেছিলেন সুশান্তের সিনেমার সাফল‍্য, পুরনো ছবি শেয়ার করলেন দিদি শ্বেতা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: প্রয়াত সুশান্ত সিং রাজপুতের (sushant singh rajput) জন‍্য বিচার প্রার্থনায় অন‍্যতম ভূমিকা নিয়েছেন দিদি শ্বেতা সিং কীর্তি (shweta singh kirti)। একের পর এক নয়া নয়া তথ‍্য ফাঁস করে রিয়া চক্রবর্তীকে চাপে ফেলছেন তিনি। সেই সঙ্গে সুশান্ত অনুরাগীদের জন‍্য শেয়ার করছেন প্রিয় অভিনেতার সঙ্গে কাটানো নানা মুহূর্তের ছবি (photo)।

এবার সুশান্তের ফের একটি পুরনো ছবি শেয়ার করেছেন দিদি শ্বেতা। তিনি জানিয়েছেন ভাইয়ের সাফল‍্য কিভাবে কিভাবে পালন করেছিলেন তাঁরা। ছবিতে দেখা যাচ্ছে দুই দিদির মাঝে শুয়ে রয়েছেন সুশান্ত। আর তাঁর দুই দিদি মিলে তাঁর উপর নোট উড়াচ্ছেন।


ছবির ক‍্যাপশনে শ্বেতা লিখেছেন, ‘এটা ২০১৬র অক্টোবরের ছবি। ভাই আমাকে আমেরিকা থেকে চলে আসতে বলেছিল যাতে আমরা সকলে মিলে এমএস ধোনি ছবিটা দেখতে যেতে পারি। আমি এতই গর্বিত ও খুশি ছিলাম যে প্রথম ফ্লাইট ধরেই ভারতে চলে আসি ও ভাইয়ের সাফল‍্য উদযাপন করি। আমি তোমাকে মিস করি ভাই। ঈশ্বর আমাকে এই ক্ষতি সহ‍্য করার শক্তি দিন‌।’

https://www.instagram.com/p/CEsGgOoljn2/?igshid=mscaorovuwfq

প্রসঙ্গত, সুশান্ত মামলায় জোরকদমে শুরু হয়ে গিয়েছে তদন্ত। রিয়া চক্রবর্তীর পরিবার সহ সুশান্তেল বন্ধু ও কর্মচারীদের লাগাতার জিজ্ঞাসাবাদ চালাচ্ছে সিবিআই। অপরদিকে তদন্তে নেমেছে ইডি ও নারকোটিকস কন্ট্রোল ব‍্যুরোও।

শুক্রবার সকালেই রিয়া চক্রবর্তী ও সুশান্তের প্রাক্তন হাউস ম‍্যানেজার স‍্যামুয়েল মিরান্ডার বাড়িতে হানা দেয় নারকোটিকস কন্ট্রোল ব‍্যুরো। আটক করা হয়েছে স‍্যামুয়েলকে। তাঁকে NCB দফতরে নিয়ে যাওয়া হয়েছে‌। দফতরে নিয়ে যাওয়া হয়েছে রিয়ার ভাই শৌভিককেও।

রিয়ার মোবাইল ফোন, ল‍্যাপটপ ইত‍্যাদির উপর তল্লাশি চালানো হয়। আপাতত সেগুলো বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর। এরপ‍রই স‍্যামুয়েল মিরান্ডার বাড়িতে উপস্থিত হয় তদন্তকারী অফিসাররা। সেখানে তল্লাশি চালানোর প‍রই তাঁকে আটক করা হয় বলে খবর। স‍্যামুয়েল মিরান্ডাকে নারকোটিকস কন্ট্রোল ব‍্যুরোর অফিসে নিয়ে যাওয়া হয়েছে।

সম্পর্কিত খবর

X