নায়কের কোল থেকে ছিটকে পড়লেন! ‘অপরাজিতা অপু’র পর ফের চোট পেয়ে হুইলচেয়ারে সুস্মিতা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: শুটিং করতে গিয়ে ছোট বড় চোট লেগেই থাকে অভিনেতা অভিনেত্রীদের। বিশেষ করে অভিনেত্রী সুস্মিতা দে (Sushmita Dey) তো এক রকম অভ‍্যস্ত হয়ে উঠেছেন বিষয়টার সঙ্গে। প্রথম সিরিয়াল থেকেই তাঁর সঙ্গে দুর্ঘটনা লেগেই রয়েছে। ‘অপরাজিতা অপু’র পর এবার ‘পঞ্চমী’র সেটেও তাঁর সঙ্গী হুইলচেয়ার।

আবারো শুটিং করতে গিয়ে চোট লাগিয়ে বসেছেন সুস্মিতা। নায়ক রাজদীপ গুপ্তর হাত কোল থেকে ছিটকে পড়ে কোমরে আঘাত পেয়েছেন তিনি। সংবাদ মাধ‍্যমকে সুস্মিতা জানান, সিরিয়ালের দৃশ‍্যে তাঁকে কোলে নিয়ে মন্দিরের সিঁড়ি দিয়ে উঠছিলেন রাজদীপ। হঠাৎ করে পায়ে ধাক্কা লেগে বেসামাল হয়ে পড়েন তিনি।


সুস্মিতা তো ছিটকে পড়েনই, পড়ে যান রাজদীপ নিজেও। তবে সিঁড়িতে ধাক্কা লেগে মারাত্মক চোট লাগে সুস্মিতার। তারপর থেকেই তিনি হুইলচেয়ারে। আপাতত একদিন ছুটি নিয়ে বিশ্রাম নিয়েছেন সুস্মিতা। তবে নায়িকা হয়ে বেশিদিন বাড়িতে থাকতে পারেননি। আবারো শুটিংয়ে ফিরেছেন সুস্মিতা। হুইলচেয়ারে করেই ঘুরছেন তিনি।

এর আগে অপরাজিতা অপু সিরিয়ালের সময়েও চোট পেয়েছিলেন সুস্মিতা। একটা লম্বা সময়ে হুইলচেয়ারে বসেই শুট করেছিলেন তিনি। অভিনেত্রী অবশ‍্য এটাকে ইতিবাচক হিসাবেই নিচ্ছেন। তাঁর মতে, চোট পাওয়া তাঁর কাছে লাকি ফ‍্যাক্টর। অপরাজিতা অপু ভাল টিআরপি পেয়েছিল। পঞ্চমীও প্রথম সপ্তাহেই দ্বিতীয় স্থানে উঠে এসেছে। আগামীতেও ভাল টিআরপি আসবে, আত্মবিশ্বাসী সুস্মিতা।

https://www.instagram.com/reel/CmT0dYwjzI2/?igshid=YmMyMTA2M2Y=

প্রসঙ্গত, নাগদেবতার অতিলৌকিক কাহিনি নিয়ে শুরু হয়েছে নাগ পঞ্চমী। এহেন গল্প হিন্দি সিরিয়ালে নতুন নয়। কিন্তু বাংলা সিরিয়ালে সম্ভবত এই প্রথম। নতুন ধরণের গল্পে প্রথম থেকেই মজে গিয়েছেন দর্শক। উপরন্তু অনেক দিন পর পঞ্চমীর হাত ধরেই ছোটপর্দায় ফিরেছেন অভিনেতা রাজদীপ গুপ্ত। সুস্মিতা রাজদীপের রসায়ন যে প্রথম বারেই সবার মন জিতে নিয়েছে তা স্পষ্ট টিআরপি তালিকাতেই।

সম্পর্কিত খবর

X