হাড্ডাহাড্ডি লড়াই, খেলা ঘোরে টাই ব্রেকারে, এই প্রশ্নের উত্তরে ঐশ্বর্যকে হারিয়ে মিস ইন্ডিয়া হন সুস্মিতা

বাংলাহান্ট ডেস্ক : ভারত থেকে যতজন বিশ্বসুন্দরীর খেতাব জিতেছেন তাঁদের মধ্যে অন্যতম সুস্মিতা সেন (Sushmita Sen) এবং ঐশ্বর্য রাই। দুজনেই হয়েছেন মিস ইন্ডিয়া। আর তার পরবর্তীতে দেশকে এনে দিয়েছেন যথাক্রমে মিস ইউনিভার্স এবং মিস ওয়ার্ল্ড খেতাব। তবে অনেকেই যেটা জানেন না সেটা হল, ১৯৯৪ সালে মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় সুস্মিতা (Sushmita Sen) এবং ঐশ্বর্য দুজনেই একসঙ্গে অংশ নিয়েছিলেন। কিন্তু শেষমেষ জিতে আসেন বাঙালি কন্যা।

মিস ইন্ডিয়ায় সুস্মিতা (Sushmita Sen) বনাম ঐশ্বর্য

১৯৯৪ তে মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় হাড্ডাহাড্ডি টক্কর হয়েছিল সুস্মিতা (Sushmita Sen) এবং ঐশ্বর্যর মধ্যে। তবে দ্বিতীয় জন তখনকার সময়ে ছিলেন মডেলিং জগতে পরিচিত মুখ। শোনা যায়, সুস্মিতা নাকি একবার ভেবেছিলেন হার মেনে পিছিয়ে যাবেন। কারণ তিনি ভেবেছিলেন ঐশ্বর্যর জয় নিশ্চিত। কিন্তু শেষমেষ সিদ্ধান্ত বদলান সুস্মিতা (Sushmita Sen)। আর সেটাই ছিল তাঁর সবথেকে উচিত সিদ্ধান্ত।

Sushmita Sen beat aishwarya rai to this question

প্রশ্নোত্তর পর্বে হয় টাই ব্রেকার: প্রতিযোগিতায় সমানে সমানে রেষারেষি চললেও শেষমেষ ঐশ্বর্যকে হারিয়ে বিজয়ীর খেতাব জেতেন সুস্মিতা (Sushmita Sen)। কিন্তু একসময়ে দুজনের মধ্যে হয়ে গিয়েছিল ড্র। টাই ব্রেকার রাউন্ডে সুস্মিতার জবাবই তাঁকে এগিয়ে দেয় ঐশ্বর্যর থেকে। কী প্রশ্ন করা হয়েছিল দুজনকে? ঐশ্বর্যর প্রশ্ন ছিল, ‘স্বামীর মধ্যে যদি গুণ খুঁজতে হয় তবে তিনি কাকে বেছে নেবেন, দ্য বোল্ড অ্যান্ড বিউটিফুল এর রিজ ফরেস্টার নাকি স্যান্টা বারবারার মেসন ক্যাপওয়েল?’ ঐশ্বর্যর উত্তর ছিল, ‘মেসন। দুজনের মধ্যে অনেক মিল থাকলেও মেসন অনেক বেশি যত্নবান এবং কৌতুকপ্রেমী। এগুলি আমার চরিত্রের সঙ্গে খুব মেলে’।

আরো পড়ুন : ডিসেম্বরেই ছিল বিয়ের প্ল্যান, সুরভীকে ভুলে এবার শার্লির সঙ্গে প্রেমে শিলমোহর অভিষেকের!

কী প্রশ্ন ছিল সুস্মিতার জন্য: অন্যদিকে সুস্মিতাকে (Sushmita Sen) জিজ্ঞাসা করা হয়েছিল, ‘নিজের দেশের বস্ত্র ঐতিহ্য সম্পর্ক কতটা জ্ঞান রয়েছে? এটি কত বছরের পুরনো এবং আপনার ব্যক্তিগত পছন্দের পোশাক কী?’ বাঙালি অভিনেত্রীর সপ্রতিভ উত্তর ছিল, ‘আমার মনে হয়, সবটাই শুরু হয়েছিল মহাত্মা গান্ধীর খাদি দিয়ে। তারপর অনেকটা পথই পার হয়েছে। তবে ভারতীয় বস্ত্র ঐতিহ্যের ভিত্তিটা সেখান থেকেই’।

আরো পড়ুন : উঠেছিল সংসার ভাঙার অভিযোগ, শ্রাবন্তীকে পাশে নিয়ে জিতুর ঘোষণা, ‘কোনো গুঞ্জনই আর…’

এই প্রশ্নোত্তর পর্বের পরেই সুস্মিতা এগিয়ে যান ঐশ্বর্যর থেকে। আর তারপর মিস ইন্ডিয়ার মুকুট ওঠে তাঁর মাথায়। সে সময়ে সুস্মিতার কাছে ঐশ্বর্যর হার নিয়ে বেশ চর্চা হয়েছিল সংবাদ মাধ্যমে। তবে পরে দুজনেই আন্তর্জাতিক ক্ষেত্রে দেশের নাম উজ্জ্বল করেছেন।


Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর